বার্সা ম্যানসিটি পিএসজির জয়
- ক্রীড়া ডেস্ক
- ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৫
আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি, পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো ও ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ছাড়া ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। প্রথমে ইউরোপ ছেড়ে সৌদি আরবের ফুটবলে পাড়ি জমান রোনালদো। দুই মৌসুম পিএসজিতে কাটিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে যোগ দেন মেসি। পর্তুগিজ তারকার পথ ধরেই সৌদি ফুটবলে নেইমার। বর্তমান বিশ্বের সেরা তিন তারকা ছাড়া গত পরশু শুরু হলো চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুম। প্রথম দিনেই হুয়াও ফেলিক্সের জোড়া গোলে বার্সেলোনা ৫-০ ব্যবধানে রীতিমতো বিধ্বস্ত করেছে রয়্যাল অ্যান্টওয়ার্পকে। পিছিয়ে পড়েও ক্রভেনা জাভেজডাকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ফ্রান্স ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের দল পিএসজি ২-০ গোলে হারায় বুরুশিয়া ডর্টমুন্ডকে। ১ গোল এমবাপ্পের।
এ দিন দিনের প্রথম ম্যাচে এসি মিলান গোলশূন্য ড্র করেছে নিউক্যাসলের বিপক্ষে। আরবি লিপজিগ ৩-১ গোলে হারিয়েছে ইয়ং বয়েজকে। শাখতার ডোনেস্ক নিজেদের মাঠে ৩-১ ব্যবধানে হেরেছে পোর্তোর বিপক্ষে। ফেইনোর্ড ২-০ ব্যবধানে হারিয়েছে সেলটিককে। লাজিওর ১-১ গোলের ড্র’র প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ।
টানা দুই মৌসুম গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর বার্সেলোনা এবারের আসর শুরু করেছে বড় জয় দিয়ে। সর্বশেষ আট বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল ন্যূ ক্যাম্পের দলটি। নিজেদের মাঠে গ্রুপ ‘জি’তে গত পরশু ম্যাচের ১১ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে যায় বার্সা। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পোলিশ তারকা রবার্ট লেভানোদোভস্কি। তিন মিনিট পর আবার অ্যান্টওয়ার্পসের জালে বল পাঠান তাদেরই খেলোয়াড় জেলি বাতাইলে। গাভি ৫৪ মিনিটে গোল করে বার্সাকে ৪-০তে এগিয়ে নেন। কাতালানদের হয়ে শেষ গোলটি করেন ম্যাচের ৬৬ মিনিটে প্রথম গোল করা জোয়াও ফেলিক্স।
ইত্তিহাদ স্টেডিয়ামে শুরুতেই হোঁচট খাওয়া থেকে শেষ পর্যন্ত রক্ষা বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। প্রথমাধের শেষ মিনিটে উসমান বুখারির গোলে ১-০তে পিছিয়ে পড়ে সিটি। ৪৭ মিনিট জুলিয়ান আলভারেজের গোলে সমতায় ফেরার পর ৬০ ব্যবধান দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৭৩ মিনিটে রদ্রি গোল করলে ৩-১ ব্যবধানে রেড স্টার বেলগ্রেডকে পরাজিত করে নতুন মৌসুমের যাত্রা শুরু করেছে পেপ গার্দিওলার দল ম্যান সিটি।
এ দিকে পার্ক ডি প্রিন্সেসে ম্যাচের ৪৯ মিনিটে এমবাপ্পের গোলে প্রথমে লিড নেয় পিএসজি। ৫৮ মিনিটে মরস্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমি গোল করলে ২-০ ব্যবধানে জয় দিয়ে শুরু করে ফরাসি চ্যাম্পিয়নদের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা