২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮ আশ্বিন ১৪৩০, ০৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

শিরোপায় চোখ ভারত ও অস্ট্রেলিয়ার

ফটোসেশনে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স : ক্রিকইনফো -


আজ বেলা সাড়ে তিনটায় ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। উভয় দলেরই লক্ষ্য প্রথমবারের মতো টেস্ট বিশ্বকাপের শিরোপা ঘরে তোলা। প্রথম আসরের ফাইনালে উঠলেও ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত ছয় দিনের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিল ভারত। বৃষ্টির কারণে ছয় দিনের মধ্যে দু’দিন একটিও বল মাঠে গড়ায়নি। সেই ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে টিম ইন্ডিয়া। তাই টানা দ্বিতীয় আসরের ফাইনালে উঠে এবার আর কোনোভাবেই শিরোপা হাতছাড়া করতে চাচ্ছে না উপমহাদেশের দলটি। অন্য দিকে প্রথমবারের মতো টেস্ট বিশ্বকাপের ফাইনালটাকে স্মরণীয় করার লক্ষ্য অস্ট্রেলিয়ার।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে সেরা দল হয়েই ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। ১৯ ম্যাচে ১১ জয়, ৩ হার ও ৫টি ড্র’তে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে ওঠে অসিরা। আর ১৮ ম্যাচে ১০ জয়, ৫ হার ও ৩টি ড্র’তে ৫৮.৮০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে ভারত।
এবারো ইংল্যান্ডের মাটিতে ফাইনাল। এবার শিরোপা জিতে প্রথম আসরে হেরে যাওয়ার দুঃখ ভুলতে চায় টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘গত আসরের ফাইনালে আমরা ভালো অবস্থায় থেকেও শেষ পর্যন্ত হেরে যাই। এবার শিরোপা জিতে গত আসরের দুঃখ ভোলার চ্যালেঞ্জ আমাদের। ইংল্যান্ডের কন্ডিশন থেকে ওরা বাড়তি সুবিধা পাবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল জিততে হলে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে ভারতকে। ওভালের উইকেট সবুজ ঘাসে মোড়ানো। আউটফিল্ড থেকে সেটি আলাদা করা যাচ্ছে না। এ অবস্থায় অস্ট্রেলিয়ার শক্তিশালী পেস আক্রমণ সামলাতে হিমশিম খেতে হবে ভারতীয় ব্যাটারদের। এমনই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বোলিংয়ে ভারতের সাফল্য নির্ভর করছে মোহাম্মদ সামি-মোহাম্মদ সিরাজ-রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিনদের ওপর। দলের সেরা পেসার জসপ্রিত বুমরাহর অভাব হাড়েহাড়ে টের পাবে ভারত।
প্রথম আসরে বিরাট কোহলির নেতৃত্বে ফাইনাল খেলেছিল ভারত। এবার দলের ব্যাটার হিসেবে খেলবেন কোহলি। ফাইনাল নিয়ে কোহলি বলেন, ‘দুটো দলের কাছেই এটি আলাদা একটা ম্যাচ। যারা দ্রুত মানিয়ে নিতে পারবে তারাই জিতবে।’
ফাইনাল নিয়ে রোমাঞ্চিত অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরই ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহ্যবাহী অ্যাশেজের লড়াইয়ে নামবে তারা। ফাইনালকে বিশ্বকাপ ফাইনাল হিসেবেই দেখছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনার নাথান লিঁও, ‘আমরা অ্যাশেজ খেলব; কিন্তু তার আগে আমাদের একটি বড় খেলা আছে। এটা আমাদের কাছে বিশ্বকাপ ফাইনাল।’ অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপের ফাইনালের যেমন গুরুত্ব, টেস্ট বিশ্বকাপের ফাইনালের গুরুত্বও কম নয়। দীর্ঘ দুই বছর লড়াইয়ের পর আমরা ফাইনাল খেলার সুযোগ পাচ্ছি। এই ফাইনালের স্বাদ নিতে সবাই মুখিয়ে আছে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে ভারতকেই এগিয়ে রাখছেন গত আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের রস টেইলর, ‘ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে ভারত। রবীচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা ভারতের জন্য টার্নিং পয়েন্ট হবে। অস্ট্র্রেলিয়ার হাতে ভালো মানের স্পিনার নেই। এটাই ভারতকে এগিয়ে রাখছে।’
এখন পর্যন্ত ১০৬ টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। এরমধ্যে অস্ট্রেলিয়ার জয় ৪৪টিতে, ভারতের জয় ৩২টিতে। ১টি ম্যাচ টাই ও ২৯টি ড্র হয়। দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে সব মিলিয়ে ৩.৮ মিলিয়ন ডলার প্রাইজমানি নির্ধারণ করেছে আইসিসি। চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন ডলার। রানার্স-আপ দল পাবে আট লাখ ডলার।

শেষ পাঁচ ম্যাচ
২০২১ : ভারত তিন উইকেটে জয়ী (ব্রিজবেন)
২০২৩ : ভারত ইনিংস ও ১৩২ রানে জয়ী (নাগপুর)
২০২৩ : ভারত ছয় উইকেটে জয়ী (দিল্লি)
২০২৩ : অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী (ইন্দোর)
২০২৩ : ম্যাচ ড্র (আহমেদাবাদ)


আরো সংবাদ



premium cement
বৃষ্টির শঙ্কা মাথায় রেখে সিরিজে এগিয়ে যাবার মিশনে নামছে বাংলাদেশ রোনালদোর জোড়া গোলে আল নাসেরের জয় সামিয়া হত্যার ১৬ দিনেও গ্রেফতার হয়নি কেউ সম্পর্ক প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে ইসরাইল ও সৌদি আরব : নেতানিয়াহু আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ভিসা বিধিনিষেধে অন্তর্ভুক্ত ব্যক্তিদের নাম বা সংখ্যা প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র ক্রিকেটের ৩ ফরম্যাটেই ভারত এখন ১ নম্বর খাদ্য নিরাপত্তাহীনতার শঙ্কায় দেশ একটি রূপকথার গল্প ও দাম্ভিক মানুষ যুদ্ধের পথ পরিহার করে শান্তি, সমৃদ্ধির জন্য কাজ করুন : জাতিসঙ্ঘে প্রধানমন্ত্রী ‘গাড়ি না পাইলে আমার সোনা মানিকেগো লইয়া যামু কেমনে?’

সকল