২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

প্রিমিয়ারে রানার্স আপ আবাহনী

আজমপুরের অবনমন
-


বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে (বিপিএল) আগের রাউন্ডেই শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। গতকাল শেখ জামালকে হারিয়ে রানার্স আপ হয়েছে ঢাকা আবাহনী। এ দিকে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট টেবিলে অবনতি হয়েছে আজমপুর উত্তরা এফসির। ফলে প্রিমিয়ার লিগে অবনমিত হওয়ার পথে রয়েছে দলটি। মৌসুমের ১৭ ম্যাচে আজমপুরের পয়েন্ট ৫। বাকি তিন ম্যাচ জিতলেও রেলিগেশন এড়ানো সম্ভব নয় এই দলটির। শেখ রাসেল ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাইলজ অনুযায়ী এবারের লিগ থেকে দু’টি দল অবনমিত হয়ে চ্যাম্পিয়নশিপ লিগ খেলবে। স্বাধীনতার সঙ্গী কারা হবে এজন্য অপেক্ষা করতে হবে আরো কয়েক রাউন্ড। মুক্তিযোদ্ধা সংসদ ১৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দশম, চট্টগ্রাম আবাহনী এক ম্যাচ কম খেলে ১৬ ম্যাচে ১৬ পয়েন্ট এবং রহমতগঞ্জ ১৬ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে রেলিগেশন এড়ানোর লড়াইয়ে রয়েছে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কয়েক দিন আগে ফেডারেশন কাপের ফাইনালে টাইব্রেকারে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে হেরেছিল আবাহনী। সেই কুমিল্লাতে আজ গর্জে উঠেছিল ম্যারিও ল্যামোসের দল। ঢাকা আবাহনী ৩-০ গোলে হারিয়েছে শেখ জামালকে। এই জয়ে রানার্স-আপ নিশ্চিত হয়েছে ঢাকা আবাহনীর। বিপিএল ফুটবলের সর্বোচ্চ চ্যাম্পিয়ন দলটি ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। লিগের বাকি দুই ম্যাচ হারলেও দ্বিতীয় পজিশনে কোনো প্রভাব পড়বে না।
ম্যাচের প্রথমার্ধেই আবাহনী দুই গোলে এগিয়ে যায়। ২৩ মিনিটে এলিটা কিংসলের গোলে লিড নেয় আবাহনী (১-০)। প্রথমার্ধের ইনজুরি সময়ে নাইজেরিয়ান এমেকার গোলে স্কোরলাইন ২-০ হয়। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আবার গোল করে আবাহনী। কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা ড্যানিয়েল কলিন্দ্রেসের গোলে আবাহনী বড় জয় নিয়েই মাঠ ছাড়ে। দেশের অন্যতম সেরা কোচ মারুফুল হকের শেখ জামাল ১৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে।

 


আরো সংবাদ



premium cement

সকল