২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মেসির রেকর্ডের দিনে শিরোপা পিএসজির

-

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে রেকর্ড একটি নিজের করে নিলেন কাতারে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেয়া পিএসজি ফরোয়ার্ড লিওনেল মেসি। প্রাপ্তির মৌসুমের শেষ করলেন দারুণ কিছু অর্জনে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এই মহাতারকার। রোনালদো ৪৯৫ গোল করেছিলেন ৬২৬ মথ্যাচে। আর্জেন্টাইন কিংবদন্তি তাকে ছাড়িয়ে গেলেন কেবল ৫৭৭ মথ্যাচে। চার ম্যাচ পর গোল পাওয়া মেসির দল পিএসজি জিতল লিগ ওয়ানে রেকর্ড ১১তম শিরোপা। ১০টি লা লিগা শিরোপা জয়ী মেসির এটি সব মিলিয়ে ১২তম লিগ শিরোপা। তার চেয়ে বেশি ১৩টি লিগ শিরোপা জয় করেছেন একমাত্র রায়ান গিগস। ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেসের পাশে বসা আর্জেন্টাইন মহাতারকার সব মিলিয়ে শিরোপা হলো ৪৩টি।
বার্সেলোনা ছেড়ে ২০২১ মৌসুমে পিএসজিতে আসার পর টানা দ্বিতীয় লিগ শিরোপা জয় করলেন লিওনেল মেসি। সব মিলিয়ে একাদশ শিরোপা জিতেছে পথ্যারিসের দলটি। শিরোপা জিততে শেষ দুই মথ্যাচে প্রয়োজন ছিল ১ পয়েন্ট। স্ত্রাসবুরের মাঠে ড্র করে শেষ রাউন্ডের আগেই লক্ষথ্য ছুঁয়ে ফেলল পিএসজি। শ্রেষ্ঠত্ব ধরে রাখার পাশাপাশি লিগ ওয়ানে রেকর্ডও গড়ল ক্রিস্টোফে গাল্টিয়ের দল। স্ত্রাসবুরের মাঠে গত শনিবার রাতে ১-১ গোল ড্র করে সবার ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে পিএসজি। ম্যাচের ৫৯ মিনিটে লিওনেল মেসির গোলে ১-০তে এগিয়ে যায় পিএসজি। ৭৯ মিনিটে স্ত্রাসবুরকে সমতায় ফেরান কেভিন গামেইরো।
৩৭ মথ্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা নিশ্চিত করল পিএসজি। দিনের অনথ্য মথ্যাচে আজাকসিওকে ৩-০ গোলে হারানো লঁস ৮১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। এ দিন অলিম্পিক মার্শেইকে ১-২ গোলে হারায় ব্রেস্ট। মন্টপেলিয়েরের বিপক্ষে ২-৩ গোলে জয় পেয়েছে নাইস। মোনাকোর বিপক্ষে ২-০ গোলের জয় রেনাইসের। অলিম্পিক লিও ৩-০ গোলে নিজেদের মাঠে হারিয়েছে স্টেড রেইমসকে।

 


আরো সংবাদ



premium cement