২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ইতিহাস গড়তে চান জোকোভিচ

-

২০০৪ সালের পর এই প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনে খেলছেন না পুরনো প্রতিদ্বন্দ্বী স্পেনের রাফায়েল নাদাল। ২০২৪ সালে অবসরের পরিকল্পনাও করছেন তিনি। ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অ্যান্ডি মারেও। আসরের ফেবারিট হিসেবে পুরুষ এককে ধরা হচ্ছে জোকোভিচ ও আলকারাজকে। এ কারণে রেকর্ড ২৩তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের সুযোগ রয়েছে নোভাক জোকোভিচের। মহিলা সিঙ্গেলসে অনুপস্থিত রয়েছেন রাদুকানু। ১৬ বছরের মধ্যে শিরোপা ধরে রাখার হাতছানি তাই ইগা সোয়াইটেকের।
ফরাসি ওপেন চোটের কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন ১৪ বার জয়ী রাফায়েল নাদাল। ১৯ বছরে প্রথমবারের মতো নাদালের অনুপস্থিতি সংগঠকরা ও ভক্তরা গভীরভাবে অনুভব করবে। কিন্তু তার প্রত্যাহার পুরুষদের ড্রকে আরো উন্মুক্ত করেছে। অনেক খেলোয়াড়কে অতিরিক্ত উৎসাহ দেয় যে তারা জিততে পারে। জোকোভিচ বিগত সাতটি গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টের মধ্যে পাঁচটি জিতেছেন। রোল্যান্ড গ্যারোসের তৃতীয় জয় তাকে পুরুষদের একক শিরোপা জয়ের ক্ষেত্রে নাদালের থেকে এগিয়ে রাখবে।


আরো সংবাদ



premium cement