২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশ

গতকাল বাংলাদেশের মান বাঁচিয়েছেন শামিম হোসেন। আয়ারল্যান্ডের বিপক্ষে তার অর্ধশতকে ভর করেই লড়াকু পুঁজি পায় টাইগাররা : নয়া দিগন্ত -

আবুধাবি সফরে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের যুব ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। এরপর ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ম্যাচে অনূর্ধ্ব-০১৯ দলটি হারে আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে। এরপর শ্রীলঙ্কাকে একবার ও আফগানদের দু’বার হারিয়ে শিরোপা হাতে তুলল যুব টাইগাররা।
আবুধাবির টলেরেন্স ওভালে গত বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে বাংলাদেশের জয় ছয় উইকেটে। আফগানদের ১৩৭ রানে গুটিয়ে দিয়ে ২৩.২ ওভারেই জিতে যায় দল। ফাইনালের নায়ক মাহফুজ ১০ ওভারে স্রেফ ২৯ রান দিয়ে নেন ছয় উইকেট। ২০১৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে ছয় উইকেট নিয়েছিলেন অফ স্পিনার সঞ্জিত সাহা। আফগানদের ইনিংসের প্রায় অর্ধেক রান করেন হারুন (৬৫)।
রান তাড়ায় আশিকুর রহমান (১৭) ও জিশান আলম (৩৫) আউট হলে তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটিতে দলকে জয়ের পথে এগিয়ে নেন মোহাম্মদ রিজওয়ান (৪৩) ও আরিফুল ইসলাম (২২)। বাকি কাজটা সারেন আহরার আমিন ও মোহাম্মদ শিহাব।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল : ৩৭ ওভারে ১৪৩ (ওয়াফিউল্লাহ ২৭, হারুন ৬৫, মারুফ ১/৩৩, রাফি ২/৩৩, মাহফুজুর ৬/২৯, পারভেজ ১/৮)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ২৩.২ ওভারে ১৪৪/৪ (রিজওয়ান ৪৩, জিসান ৩৫, আহরার ৫*, শিহাব ৭*, বশির ১/৩৩, কাহলেল ১/২৬, কামরান ২/৩৫)।
ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ছয় উইকেটে জিতে চ্যাম্পিয়ন।


আরো সংবাদ



premium cement