১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

কৌশল বদলাতে চান না সাকিব

-

আয়ারথল্যান্ডের কাছে শেষ ম্যাচে হারলেও নিজের আগ্রাসী মানসিকতার সাথে কোনোরকম আপোস নয় বলে সাফ জানিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিং ব্যর্থতার কথা অকপটেই স্বীকার করলেন। তবে নিজেদের বদলে যাওয়া ধরনকে দায় দিচ্ছেন না। কৌশলে ব্যাটিং করে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে জিতেছে বাংলাদেশ। রেকর্ডের মালা গেঁথে টানা দুই ম্যাচে ছাড়িয়ে গেছে দুই শ’। সেই একই চেষ্টায় শেষ ম্যাচে মিলেছে উল্টো ফল। হোয়াইটওয়াশের মিশনে নেমে হারতে হয়েছে ৭ উইকেটে। তারপরও এমন আগ্রাসী মানসিকতায় কৌশল পরিবর্তনের পক্ষে নন সাকিব বাহিনী।
ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারাতে থাকলেও বাংলাদেশের ব্যাটিংয়ে ধরনে পরিবর্তন আসেনি। একের পর এক ব্যাটসম্যান আউট হয়েছেন শট খেলতে গিয়েই। প্রথম দুই ম্যাচে এভাবেই শট খেলে সফল হয়েছেন ব্যাটাররা। যা এই ম্যাচে কাজে লাগেনি। সাকিবের কথায়, ‘আমরা ভালো ব্যাট করিনি। ক্রমাগত উইকেট হারিয়েছি। তবে আমরা যেভাবে আমাদের ক্রিকেট খেলতে চাই, তাতে এরকম হতে পারে। আমরা যদি এই অ্যাপ্রোচ নিয়ে এগিয়ে যাই, কখনো কখনো তা কাজে লাগবে না। আজকে সেই দিন, যেদিন কার্যকর হয়নি।’
তিনি যোগ করেন, ‘আমাদের অ্যাপ্রোচ বদলাতে চাই না। আমরা যদি খুব ভালো দল হয়ে উঠতে চাই, এভাবেই আমাদের খেলে যাওয়া উচিত এবং ঠিক এটাই আমরা করছি। কখনো এটা কাজে লাগবে, কখনো আমরা ব্যর্থ হবো। তবে এভাবেই হয় এটা।’
শেষ ম্যাচে না পারলেও সিরিজ জয় নিয়ে সন্তুষ্ট সাকিব। সবশেষ সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর এই সিরিজেও দলকে একই তাড়নায় খেলতে দেখে অধিনায়ক খুশি। কৃতিত্ব দিলেন তিনি প্রতিপক্ষকেও। ‘সত্যি বলতে, আমরা অনেক ভালো খেলেছি। সবশেষ ইংল্যান্ড সিরিজের মতোই আমরা একই ধরন, একই মানসিকতা, একই ইনটেনসিটি নিয়ে খেলেছি এবং দু’টি ম্যাচে খুব ভালো করেছি। আজ (গতকাল) আমরা ভালো করতে পারিনি। দিনটি আমাদের ছিল না। আয়ারল্যান্ডকে কৃতিত্ব দেয়া উচিত, তারা হাল ছাড়েনি।’

 

 


আরো সংবাদ



premium cement
রাফা হামলার পরিকল্পনা ইসরাইলের ত্যাগ করা উচিত : চীন গাজা যুদ্ধে নতুন যে কৌশল অবলম্বন করল ইসরাইল হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতক শিশু ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিডিপি গঠন করা হবে : পরিবেশমন্ত্রী অননুমোদিত জমি ভরাট কার্যক্রমের সন্ধান পেলে দ্রুত ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা ইসরাইলকে পারমাণবিক স্থাপনায় আঘাতের ব্যাপারে সতর্ক করলো আইআরজিসি সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১২৮তম প্রয়াণ দিবসে স্মরণ সভা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ ট্রেনের ইঞ্জিনের সামনে ঝুলন্ত নারীর লাশ উদ্ধার

সকল