২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কলকাতায় সুযোগ বড় প্রাপ্তি-লিটন

-

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পেয়েছেন লিটন দাস। ৫০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর দলটির হয়ে মাঠে নামাকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি। কলকাতায় লিটন সঙ্গী হিসেবে পাচ্ছেন সাকিব আল হাসানকে। সাথে আন্দ্রে রাসেল ও সুনিল নারিনের মতো তারকা ক্রিকেটাররাও আছেন। যাদের সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ড্রেসিংরুম শেয়ার করেছেন লিটন। তাই কলকাতার ড্রেসিংরুমে নিজেকে দ্রুত মানিয়ে নিতে পারবেন বলে বিশ্বাস তার।
আইপিএলে ডাক পেলেও শুরু থেকেই খেলা হচ্ছে না লিটনের। আয়ারল্যান্ড সিরিজ চলায় বিসিবি এনওসি দেয়নি কাউকে। ৮ এপ্রিল শেষ আয়ারল্যান্ড-বাংলাদেশ টেস্ট, এরপরই কলকাতার হয়ে মাঠে নামতে পারবেন লিটন। কলকাতায় সুযোগ পাওয়া তার ক্যারিয়ারের বড় প্রাপ্তি জানিয়ে বলেন, ‘আইপিএলে ডাক পাওয়ার অভিজ্ঞতা হুট করে বোঝানো কঠিন। তবে এক কথায় দুর্দান্ত অনুভূতি। তা ছাড়া কলকাতায় সুযোগ পাওয়া আমার ক্যারিয়ারের জন্য বড় প্রাপ্তি। খুবই ভালো লেগেছিল। আমার জন্য বড় সুযোগ। একজন বাঙালি হিসেবে কলকাতা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলব। এর চেয়ে বড় পাওয়া আর কি বা হতে পারে।’


আরো সংবাদ



premium cement