২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৯, ০৮ জিলকদ ১৪৪৪
`

‘ওয়ানডে ও টি-২০ এক নয়’

-

সিলেটে ওয়ানডেতে বাংলাদেশের রেকর্ড গড়ে সিরিজ জয় পোড়াচ্ছে আইরিশদের। আগামীকাল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটি। তবে এবার পরিষ্কার বার্তা দিয়ে রাখলেন ডান হাতি ব্যাটার রস অ্যাডায়ার। জানালেন ওয়ানডে আর টি-২০ এক নয়। ওয়ানডেতে হার প্রসঙ্গে রস বললেন, ‘নিশ্চিতভাবেই সবাই হতাশ। তবে টি-২০তে নতুন করে শুরু করার চেষ্টায় আছে সবাই। কারণ, ফরম্যাটটা একেবারে নতুন। আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া। আমরা জানি বাংলাদেশ শক্তিশালী। তবুও আমরা নতুন ফরম্যাটে তাদের বিরুদ্ধে সুযোগ নিতে মরিয়া।’ তিনি যোগ করেন, গত টি-২০ বিশ্বকাপে আমরা স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে হারাই। নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেললে বাংলাদেশকেও চমকে দিতে পারবো।’


আরো সংবাদ


premium cement