০৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৬ জিলকদ ১৪৪৪
`

আর্জেন্টিনার উৎসবের রাতে মেসির ৮০০

-

বিশ্বকাপের পর প্রথম ম্যাচ আর্জেন্টিনার। প্রতিপক্ষ মধ্য আমেরিকার দেশ পানামা। ম্যাচ আয়োজনের পাশাপাশি ছিল বিশ্বকাপ জয়ের পর ট্রফি উদযাপনও। আর সেই উদযাপনের ম্যাচকে স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন অধিনায়ক। আর জাতীয় দলের হয়ে সেঞ্চুরি পূর্ণ করতে প্রয়োজন মাত্র একটি গোল। এক গোল করলেই আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের মাইলফলকও স্পর্শ করবেন পিএসজির এই তারকা।
‘তিন তারকাখচিত’ জার্সি পরে প্রথমবারের মতো খেলতে নেমে কঠিন পরীক্ষা দিতে হলো আর্জেন্টিনাকে। আক্রমণে ম্যাচের শুরু থেকেই পানামার রক্ষণভাগকে তটস্থ রাখলেও পাচ্ছিল না জালের দেখা। লিওনেল মেসির সামনে প্রথমে পোস্ট বাধা হয়ে দাঁড়ালেও শেষ পর্যন্ত এই মহাতারকার ইতিহাস গড়ার রাতে জয় পেল আর্জেন্টিনাও। বুয়েনস আয়ার্সের এল মনুমেন্তালে প্রীতি ম্যাচে পানামাকে ২-০ গোলে হারায় স্বাগতিকরা। থিয়াগো আলমাদার গোলে এগিয়ে যাওয়ার পর দুর্দান্ত ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
কাতার বিশ্বকাপের ফাইনালে খেলা শুরুর একাদশ নিয়েই খেলতে নামে আর্জেন্টিনা। প্রথম মিনিট থেকেই আক্রমণে ৭০ শতাংশ বল দখলে রাখা আর্জেন্টিনা। দ্বিতীয় মিনিটে বক্সে বল পেয়ে কাজে লাগাতে পারেননি আলেক্সিস ম্যাক অ্যালিয়েস্টার। পরের মিনিটে প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের মধ্যে দিয়ে এগিয়ে পোস্টে শট নিলেও গতি না থাকায় নিয়ন্ত্রণে নেন গোলরক্ষক। ম্যাচের ১৫ মিনিটে প্রায় ২৭ গজ দূর থেকে নেয়া পিএসজি তারকার ফ্রি কিক পোস্ট কাঁপিয়ে ফেরে।
আক্রমণে একচেটিয়া আধিপত্য থাকলেও প্রথমার্ধে গোল করতে ব্যর্থ আর্জেন্টিনা। ৫১ মিনিটে মেসির ফ্রি কিক ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। কাক্সিক্ষত গোলের দেখা না পেয়ে মরিয়া হয়ে উঠতে থাকে আর্জেন্টিনা। অবশেষে ৭৮ মিনিটে খুঁজে পায় জালের ঠিকানা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসির ফ্রি কিক পোস্টে লেগে ফেরত আসলে ফিরতি বলে দুরূহ কোণ থেকে জোরাল শটে দলকে এগিয়ে নেন আলমাদা। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে গোল মেসির। এবার ফ্রি কিকে পোস্ট বাধা হয়ে দাঁড়াতে পারেনি। রক্ষণ দেয়ালের ওপর দিয়ে খুঁজে নেন ঠিকানা। আগামী ২৮ মার্চ দ্বিতীয় প্রীতি ম্যাচে কুরাসাওয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা।


আরো সংবাদ


premium cement
২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে : নসরুল হামিদ করোনার পরীক্ষা নিয়ে প্রতারণা : ডা: সাবরিনার হাইকোর্টে জামিন নওগাঁয় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ : নিহত ৩ জনের পরিচয় মিলেছে ‘অখণ্ড ভারতের’ মানচিত্র প্রদর্শন স্বাধীন বাংলাদেশকে অস্বীকারের শামিল : লেবার পার্টি মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু প্রফেসর সাজ্জাদ ও আলমগীরকে পুনরায় ইউজিসির সদস্য নিয়োগ প্রথম দিনেই ৩ লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি তীব্র খরতাপে অতিষ্ঠ চিড়িয়াখানার বাঘ আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জের চার বছরে সরকারের ব্যাংক গ্যারান্টি বেড়েছে ৩৮ হাজার কোটি টাকা

সকল