০৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৬ জিলকদ ১৪৪৪
`

ভারতকে হারাল বাংলাদেশ

বাংলাদেশ ১-০ ভারত (আত্মঘাতী)
বাংলাদেশের প্রীতি বাধা দিচ্ছেন ভারতের ললিতাকে। গতকাল কমলাপুর স্টেডিয়ামে : বাফুফে -

দুই দলের খেলার মান ছিল একই কাতারের। প্রাপ্ত গোলের সুযোগে অবশ্য এগিয়ে ছিল ভারত। কিন্তু কপাল ভালো থাকায় গতকাল প্রতিবেশী দলটির বিপক্ষে বাংলাদেশের জয় আত্মঘাতী গোলে। কমলাপুর স্টেডিয়ামে ১-০ গোলে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ মহিলা সাফে শিরোপা আশা জিইয়ে রেখেছে রুমা আক্তাররা। জয়ের ফলে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬। ভারতের দুই খেলায় পুঁজি ৩। প্রথম ম্যাচে আনাস্তাসিয়া চেরনোসোভার হ্যাটট্রিকে রাশিয়া ৯-১ গোলে হারায় ভুটানকে। ভুটানের গোলটি আত্মঘাতী। টানা দুই জয়ে ৬ পয়েন্ট ইউরোপ থেকে আসা দলটির। ২৮ তারিখে বাংলাদেশের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে।
চারজনকে বদল করে গতকাল ভারতের বিপক্ষে একাদশ সাজান কোচ গোলাম রাব্বানী ছোটন। ৫ম মিনিটে গোলের সুযোগ পায় বাংলাদেশ। তবে পুজা দাশের সে পাসে পা লাগাতে পারেননি স্ট্রাইকার সুরভী আকন্দ প্রীতি। সে বল সুলতানার কাছে গেলে তিনিও পারেননি বল জালে ঠেলতে। ১৫ মিনিটে ডিফেন্ডার রুমা আক্তারের ভুলে ভারতের পুজা গোলরক্ষক সঙ্গীতাকে একা পেয়েও বল মারেন বাইরে। ৪০ মিনিটে সুরভী আক্তার প্রীতি ছোট বক্সের ওপর থেকেও ভলিতে গোল করতে পারেননি।
৫৪ মিনিটে স্বাগতিকরা গোল পায়নি জয়নব বিবি রিতার লবে সাগরিকা ফাঁকায় বল পেয়েও হেডে বাইরে পাঠানোয়। ৬৮ মিনিটে ভারতের ললিতার শট বার ঘেঁষে যাওয়ায় রক্ষা বাংলাদেশ দলের।
৭৪ মিনিটে আত্মঘাতী গোলে বাংলাদেশের লিড। যুথীর ক্রস ক্লিয়ার করতে গিয়ে হেডে নিজের জালে বল পাঠান ভারতীয় ডিফেন্ডার আখিলা রাজন। ৯০ মিনিটে বাংলাদেশকে রক্ষা করেন গোলরক্ষক সঙ্গীতা। পোস্ট ছেড়ে বেরিয়ে এসে তিনি কর্নার করেন ভারতের শিবানী দেবীর শট।
বাংলাদেশ দল : সঙ্গীতা, রুমা, রিতা, অর্পিতা, মিতু, পুজা, কানন, সাগরিকা (থুইনে মারমা ৬৮ মি.), যুথী, সুলতানা (তৃষ্ণা ৪৬ মি.), প্রীতি (কানন আক্তার ৯২ মি.)।


আরো সংবাদ


premium cement
২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে : নসরুল হামিদ করোনার পরীক্ষা নিয়ে প্রতারণা : ডা: সাবরিনার হাইকোর্টে জামিন নওগাঁয় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ : নিহত ৩ জনের পরিচয় মিলেছে ‘অখণ্ড ভারতের’ মানচিত্র প্রদর্শন স্বাধীন বাংলাদেশকে অস্বীকারের শামিল : লেবার পার্টি মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু প্রফেসর সাজ্জাদ ও আলমগীরকে পুনরায় ইউজিসির সদস্য নিয়োগ প্রথম দিনেই ৩ লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি তীব্র খরতাপে অতিষ্ঠ চিড়িয়াখানার বাঘ আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জের চার বছরে সরকারের ব্যাংক গ্যারান্টি বেড়েছে ৩৮ হাজার কোটি টাকা

সকল