২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

এমবাপ্পের ফ্রান্সের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

-

বিশ্বকাপের পর ফ্রান্স প্রথমবারের মতো ইউরো ২০২৪ কোয়ালিফায়ারের জন্য আজ মাঠে নামছে। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বিশ্বকাপের পর ফরাসি অধিনায়ক গোলরক্ষক হুগো লোরিস অবসর নেন। তার স্থলাভিষিক্ত হন পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। প্রথমবারের মতো ফরাসিদের নেতৃত্ব দেবেন কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী ফরোয়ার্ড এই তারকা। দিনের অন্য ম্যাচগুলোতে মুখোমুখি হবে সুইডেন-বেলজিয়াম, জিব্রাল্টার-গ্রিস, মালদোভা-ফ্যারো আইসল্যান্ড, সার্বিযা-লিথুয়ানিয়া, অস্ট্রিয়া-আজারবাইজান, চেক প্রজাতন্ত্র-পোল্যান্ড, স্কটল্যান্ড-সাইপ্রাস, ইসরাইল-কসোভো, আর্মেনিয়া-তুরস্ক এবং বেলারুশ-সুইজারল্যান্ড।


আরো সংবাদ



premium cement