২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

সিরিজের মাঝপথে বাদ আফিফ-শরিফুল

-

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত না হলেও তৃতীয় ওয়ানডে দলে একাধিক পরিবর্তন এনেছেন নির্বাচকরা। সিরিজের মাঝপথে বাদ দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে ঢাকায় পাঠানো হয়েছে আফিফ হোসেন ধ্রুব ও শরিফুল ইসলামকে। ফলে ১৬ জনের স্কোয়াড নেমে এসেছে ১৪ জনে। প্রথম ওয়ানডে বিশাল ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতেও বড় পুঁজি পেয়েছিল বাংলাদেশ। কিন্তু বৃষ্টির কারণে আয়ারল্যান্ড ব্যাটিংয়েই নামতে পারেনি। আগামীকাল তৃতীয় ওয়ানডে হবে সিরিজ নির্ধারণী ম্যাচ।
প্রথম দুই ওয়ানডেতে একাদশে ছিলেন না আফিফ-শরিফুল কেউ। তৃতীয় ওয়ানডেতেও তাদের খেলার সম্ভাবনা নেই। এ কারণে তাদের পাঠানো হয়েছে ঢাকা লিগ খেলতে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আফিফকে তৃতীয় ওয়ানডেতে খেলানোর সম্ভাবনা নেই। এ কারণে তাকে সিলেটে বসিয়ে রেখে লাভ নেই। তাই তাকে ডিপিএল খেলতে পাঠানো হয়েছে। এখানে অনুশীলন করার চেয়ে ম্যাচ খেলা ভালো। শরিফুলের জন্যও তাই।’
তবে আফিফের বাদ পড়া নিয়ে কানাঘুষা চলছে। ওয়ানডেতে ব্যাটিং অর্ডারে ওপরে ব্যাটিং করতে আগ্রহ দেখিয়েছিলেন আফিফ। কিন্তু হাথুরুসিংহে তাকে ওপরে ব্যাটিংয়ের সুযোগ দিতে পারছিলেন না। এ কারণে তার সুযোগ হলেও নিচেই ব্যাটিং করতে হতো। যেখানে আবার তার পারফরম্যান্স ভালো নয়। এ কারণে আফিফকে আপাতত দলের সাথে রাখার কারণ দেখছে না টিম ম্যানেজমেন্ট। ডিপিএলে আবাহনীর হয়ে খেলবেন আফিফ।
এ দিকে মেহেদী হাসান মিরাজ প্রায় সেরে উঠেছেন। প্রথম ওয়ানডের আগে গা গরমের জন্য ফুটবল খেলতে গিয়ে চোখে আঘাত পেয়েছিলেন স্পিন অলরাউন্ডার। তার চোখে রক্ত জমা হয়েছিল। যা অনেকটাই সেরে উঠেছে। মিরাজ ফিল্ডিং শুরু করলেও ব্যাটিং-বোলিং এখনো করেননি। আজ অনুশীলন দেখার পর তার বিষয়ে সিদ্ধান্ত।
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল, লিটন, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী চৌধুরী রাব্বী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, ইবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ।


আরো সংবাদ



premium cement