১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নির্ভার বাংলাদেশ-লড়াইয়ের আশায় আইরিশরা

-

তিন ম্যাচের সিরিজে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারে আয়ারল্যান্ড। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় দ্বিতীয় ওয়ানডে। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দল দু’টি। টাইগাররা এক ম্যাচ জিতে এগিয়ে আছে। আগামীকাল তৃতীয় ম্যাচ জিতলে সিরিজ জিতবে তামিম বাহিনী। হারলে হবে ১-১-এ ড্র। আর বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলেও সিরিজ টাইগারদের দখলে থাকবে।
ইংল্যান্ড সিরিজের আগে সাকিব আল হাসান-তামিম ইকবালের বিরোধের খবর বেরুনোর পর দলের আবহ নিয়ে তৈরি হয় সংশয়। টি-২০ দলে আড়ষ্টতার গুঞ্জন-সংশয় উড়িয়ে দিয়ে ফুরফুরে মেজাজ পাওয়া গেল। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ হার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। ২০১৬ সালের পর থামে ঘরের মাঠে টানা ওয়ানডে জেতার ধারা। তবে জস বাটলারদের বিপক্ষে শেষ ওয়ানডে থেকে আবার টানা জয় শুরু। শেষ ওয়ানডে জেতার পর টি-২০ সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করে লাল সবুজের প্রতিনিধিরা। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও আসে প্রত্যাশিত বড় জয়। দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হলেও টাইগারদের ঝুলিতে যোগ হয় কয়েকটি রেকর্ড। লিটন দাস জানালেন, তারা সবসময়ই মজায় থাকেন, আগেও পরিস্থিতি ভিন্ন কিছু ছিল না। সবাই উপভোগ করছে, সবাই মজায় আছে।
মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহীম প্রথম ম্যাচে খেলেন ৪৪ রানের ইনিংস। সেই ইনিংসেই ম্যাচের মোড় ঘুরিয়ে বাংলাদেশ পেয়েছিল রেকর্ড পুঁজি। আর দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী এক সেঞ্চুরি। তাতে ভর করে আগের দিনের রেকর্ড ভেঙে নতুনরূপে আবির্ভাব হয় মুশফিকের। মূলত তার বিপক্ষে লড়াই করার পথ খুঁজছে সফরকারী আয়ারল্যান্ড দল।
টানা দুই ম্যাচে আইরিশদের এমনভাবে কোণঠাসা করে ফেলায় আয়ারল্যান্ডের প্রথম প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন মুশফিকই। ক্যাম্ফারও বললেন সেই কথা, ‘আমার মনে হয় মুশফিকের ইনিংসটা ছিল খুবই ইমপ্যাক্টফুল। সে ক্লাস ক্রিকেটার। সে যেভাবে খেলাটি প্রভাবিত করেছে, উইকেটে গিয়েই স্বাধীনভাবে ব্যাটিং করেছে, কিছু দৃষ্টিনন্দন শট, কিছু উদ্ভাবনী শট খেলেছে- বাংলাদেশের জন্য যা খুব ভালো কিন্তু আমাদের চাপে ফেলেছিল। দুই ম্যাচেই সে এটি করল। আশা করি, আয়ারল্যান্ড ঘুরে দাঁড়িয়ে তার স্কিলের সাথে লড়াই করার পথ খুঁজে পাবে।’
নিজের খেলোয়াড়ি জীবনে সাকিব, মুশফিক, তামিমদের দেখেছেন গ্যারি উইলসন। তাইতো আয়ারল্যান্ডের ব্যাটিং ও উইকেটরক্ষক কোচ হয়ে টাইগারদের নিয়ে বাড়তি কিছু বলার প্রয়োজন অনুভব করেন না তিনি। গতকাল দলের অনুশীলন শেষে আইরিশ এই কোচ বলেন, ‘সত্যি বলতে আমি বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে কথা বলতে চাই না। আমি আয়ারল্যান্ডের কোচ। মুশফিক খুব ভালো ক্রিকেটার, দলে আরো অনেক ভালো ক্রিকেটার আছে। তবে আমরা নজর দিচ্ছি কিভাবে নিজেদের উন্নতি করতে পারি।’
২০১৯ সালে অবসরে যাওয়া উইলসন গত বছর আয়ারল্যান্ডের দায়িত্ব নেন। তার অভিজ্ঞতা আছে বাংলাদেশের বিপক্ষে খেলার। তখনকার সময়ে বাংলাদেশের বোলিং আক্রমণ বলতেই স্পিনকে বোঝাত। কিন্তু সময়ের সাথে পরিবর্তন হয়েছে অনেক কিছু। স্পিনারদের সাথে তাল মিলিয়ে পারফর্ম করছেন পেসাররাও। বাংলাদেশের পেসাররা বর্তমানে বিশ্বমানের বলতেও দ্বিধা করলেন না উইলসন, ‘আমরা জানতাম শুধু স্পিনারদেরই সামলাতে হবে। পেসাররাও যে একটা ফ্যাক্টর হবে তা বুঝতে পারিনি। তাসকিন-মোস্তাফিজরা যে এতটা উন্নতি করেছে তা জানা ছিল না।’


আরো সংবাদ



premium cement
সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার

সকল