২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

তানজীদের সেঞ্চুরিতেও ব্রাদার্সের হার

তানজীদ তামিম : ১৪২ -

লিস্ট ‘এ’ ক্রিকেট ক্যারিয়ার সেরা ১৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলেও দল ব্রাদার্স ইউনিয়নের জয় দেখতে পারেননি তানজীদ হসান তামিম। চিরাগ জানি-পারভেজ হোসেন ইমনদের ঝড়ে শেষ হাসি হেসেছে মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জ।
বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয় ব্রাদার্স-রূপগঞ্জ। টস হেরে ব্যাটিং করতে নেমে তানজীদের ব্যাটে চড়ে ৫ উইকেট ২৯৯ রান করে ব্রাদার্স। রান তাড়া করতে নেমে ৮ বল হাতে রেখে ৩ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে রূপগঞ্জ (৩০২/৭)।
৪৩ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলে রূপগঞ্জের ভালো শুরু এনে দেন ইমন। তবে আসল কাজটা করেন চিরাগ। ভারতীয় এই অলরাউন্ডার ৮৪ বলে ৭ চার ও এক ছক্কায় ৯৪ রানের ইনিংস খেলে দলের জয়ে মুখ্য ভূমিকা রাখেন। চিরাগ যখন আউট হন দল তখন জয় থেকে মাত্র ৮ রান দূরে। ১৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সোহাগ গাজী। মাঝে ৬৯ বলে ৫৩ করেন ইরফান শুক্কুর।
এর আগে এক প্রান্তে আগলে রেখে দলকে বড় পুঁজি এনে দেন তামিম। ৫৪ বলে ফিফটির পর সেঞ্চুরির দেখা পান ১১১ বলে। শেষ পর্যন্ত থামেন ১৪২ বলে ১৪২ রান করে। লিস্ট ‘এ’ ক্রিকেটে এতদিন ক্যারিয়ার সেরা ছিল ১০১*। শেষদিকে ফিফটি (৪৯ বলে ৫৩) করেন মাইশুকুর রহমান। ম্যাচ সেরা হন চিরাগ।
শেখ জামালের টানা তিন
ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘিœত ম্যাচে বিএল ম্যাথডে শেখ জামাল ধানমন্ডি ক্লাব (২২৮) পাঁচ রানে হারায় সিটি ক্লাবকে (১৬২/৮)। বিজয়ী দলের সাইফ হাসান ৫৬, সৈকত আলী ৫২ রান করেন। পরপর তিন ম্যাচে জয় পেল শেখ জামাল।
আক্ষেপের ম্যাচে জয় প্রাইম ব্যাংকের
শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৭ রানের জন্য সেঞ্চুরি পাননি প্রাইম ব্যাংকের মোহাম্মদ মিথুন। ৭ রান দূরে থাকতে হাসান মুরাদের ঘূর্ণিতে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে। ১০টি চার ও ৩টি ছয়ে ৯৭ বলে ৯৩ রান করেন মিথুন। ফিফটি করেছিলেন ৬৫ বলে। তবে দিন শেষে তার স্বস্তির হাসি। রুবেল হোসেনের আগুনঝরা বোলিংয়ে (৪ উইকেট) শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭৮ রানে হারিয়ে মাঠ ছেড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (২৯৫/৮)।


আরো সংবাদ



premium cement
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ

সকল