২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

হাথুরুর ডেপুটি হতে যাচ্ছেন সুজন!

-

২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। গুঞ্জন ছিল, ক্রিকেটারদের অনেকের সাথে তার সম্পর্কের অবনতি। এমনকি তিনি খেলোয়াড়দের মানসিকতা ও নিবেদনের ঘাটতি নিয়েও ক্ষুব্ধ ছিলেন। সেই হাথুরুসিংহে যখন দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, তখন ড্রেসিংরুমের পরিস্থিতি কেমন হতে পারে তা নিয়ে থাকছে সংশয়। তবে বিসিবি টিম ডিরেক্টর ও খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজন হাথুরুসিংহের স্পষ্টভাষী চারিত্রিক বৈশিষ্ট্যের প্রশংসা করলেন। এদিকে গুঞ্জন উঠেছে হাথুরুর ডেপুটি হতে যাচ্ছেন সুজন।
১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হাথুরুসিংহে। ৫৪ বছর বয়সী এই লঙ্কান কোচের অধীনে সে সময় বাংলাদেশ পেয়েছিল বেশ কিছু বড় সাফল্য। তবে দায়িত্বের শেষ পর্যন্ত ড্রেসিংরুমের নিয়ন্ত্রণ তিনি ঠিকঠাক ধরে রাখতে পারেননি। অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক আচরণের কারণে তাকে কড়া হেডমাস্টার তকমাও দেয়া হয়েছিল। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাথুরুর গুণগান গাইলেন সুজন, ‘খুব পরিচ্ছন্ন ড্রেসিংরুম ছিল, যখন হাথুরুসিংহে ছিল। শুনেছি ড্রেসিংরুমে কড়া হেডমাস্টারের মতো কথা বলে। আমার মনে হয়, সে এতটাও কড়া নয়, যে রকম করে আমরা বলি। হাথুরু বলে যে, আমার পেছনে কথা না বলে সামনে বলুক। এটাই তো ভালো মানুষের লক্ষণ। আমি মনে করি, হাথুরুসিংহে ভালো মানুষ। ও পেছনে কোনো কথা বলে না, যা বলে সামনে বলে।’
সুজন যোগ করেন, ‘পেছনে কথা চালাচালির চেয়ে একজন খেলোয়াড়কে যদি আপনি সামনে থেকে বলেন, তোমার থেকে আমি এটা চাই বা তোমার এই জিনিসটা ভালো না, আমি এটা খারাপ তো দেখি না। এটা যদি কড়া হেডমাস্টার হয়ে যায়, তাহলে ও কড়া হেডমাস্টার। আমি অনেক কোচের সাথে কাজ করেছি বাংলাদেশে যারা সামনে একরকম, পেছনে অন্যরকম কথা বলে। কিন্তু হাথুরুর সামনে বলার গুণটা আমার দারুণ লাগে।’
শ্রীলঙ্কান এ কোচ দেশে ফিরলেই বাকি আলোচনা সারবেন তারা। সহকারী হিসেবে হাথুরুসিংহে খালেদ মাহমুদকে পছন্দ করছেন এমন আভাস পাওয়া গেল তার কণ্ঠে, ‘হাথুরুসিংহের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। এরই মধ্য ওর সাথে আমার ফোনে আলাপ হয়েছে এবং এই ব্যাপারটা (সহকারী) নিয়ে আমার সাথে একটা ব্রিফ আলাপ হয়েছে। ও অনেক ইতিবাচক। ও চায় একটা বড় ম্যানেজমেন্ট থাকুক, যেখানে স্থানীয় কোচিং স্টাফ থাকুক। দল বাইরে চলে গেলে যাতে অন্য প্লেয়াররা অনুশীলন করতে পারে। এ ব্যাপারে ও আমাকে ইনফ্লুয়েন্স করেছে। ও আসলে আমরা এটা নিয়ে কাজ করতে পারব। আমি আশা করি এবার এটা নিয়ে স্বার্থক হবো।’


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০ নিউইয়র্কে মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ফ্ল্যাট জব্দ করবে যুক্তরাষ্ট্র! টাঙ্গাইলে লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত সৌম্য বেনাপোল সীমান্তে ৭০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সকল