২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ক্রিকেটকে বিদায় জানালেন ফিঞ্চ

-

টেস্ট ক্যারিয়ার শেষ করেছেন আগেই। ওয়ানডেতে থেকে গত সেপ্টেম্বরে অবসর নিয়েছেন। এবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের। ফলে আন্তর্জাতিক পর্যায়ে আর দেখা যাবে না প্রথমবার অস্ট্রেলিয়াকে টি-২০ বিশ্বকাপ জেতানো এই অধিনায়ককে।
২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী অসি দলের অন্যতম সদস্যর নেতৃত্বে ২০২১ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। ৩৬ বছর বয়সী এই তারকা ৫৫টি ওয়ানডে ও ৭৬টি টি-২০তে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করেছেন। ফিঞ্চ টি-২০তে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক ৩,১২০। যা তাকে সর্বকালের র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থান রেখেছে। তিনি টি-২০ আন্তর্জাতিকে দু’টি সেঞ্চুরি করেছেন। গড় ৩৪.২৮ ও স্ট্রাইক রেট ১৪২.৫৩। গত অক্টোবরে বিশ্বকাপে ক্যারিয়ারের শেষ টি-২০ ম্যাচে ৪৪ বলে ৬৩ রানের ইনিংসটি ছিল তার আয়ারল্যান্ডের বিপক্ষে।


আরো সংবাদ



premium cement