১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

কমলাপুরের টার্ফ নিয়ে অভিযোগ নেপাল ও ভুটানের

-

নিম্নমানের সরঞ্জাম দিয়ে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অ্যার্টিফিসিয়াল টার্ফ স্থাপন। তার ওপর একের পর এক ম্যাচ ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ এই মাঠে। সাথে আছে স্থানীয় ছেলেদের ফুটবল চর্চা। অফিসিয়াল ম্যাচ শেষে বা ছুটির দিনে পাড়ামহল্লার ছেলেদের ঢল নামে। এই কারণে কমলাপুরের টার্ফ এখন ব্যবহার অনুপযোগী। ২০২১ সালে এই মাঠে স্বাধীনতা কাপ খেলতে গিয়ে আহত হন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার জোনাথন ফার্নান্দেজ ও তপু বর্মণরা। এ কারণে বসুন্ধরা কিংস এই টার্ফে আর ফেডারেশন কাপ খেলেনি। তাদের সাথে যোগ দেয় উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। সেই ফেডারেশন কাপে আহত হন ঢাকা আবাহনীর ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েলটন গোমেস। কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় এবং ঢাকার বাইরের মাঠে বাফুফের অনীহায় বয়সভিত্তিক আন্তর্জাতিক আসর কমলাপুর স্টেডিয়ামেই হচ্ছে। চলমান অনূর্ধ্ব-২০ মহিলা সাফেরও ভেনু এটি। ফলে বাজে টার্ফের কারণে ইনজুরিতে পড়ছে বিদেশী দলের ফুটবলারও। গতকাল নেপাল দলের কোচ প্রসাদ গুরুং অভিযোগ করেন তাদের এক গুরুত্বপূর্ণ ফুটবলার এই টার্ফে খেলে আহত হয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে। ভুটানের কারমা দেমা তথ্য দেন প্রথম ম্যাচে তাদের মূল গোলরক্ষকসহ তিনজন এবং গতকাল নেপালের বিপক্ষে খেলতে গিয়ে আরেক ফুটবলার আহত হয়ে আসর থেকে ছিটকে গেছেন।
এই প্রসঙ্গে বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন জানান, আমি বিষয়টি নিয়ে বাফুফে ও সাফ সভাপতির সাথে কথা বলব। আমার মাঠ নিয়ে সমস্যা আছে এটা সবাই জানেন। প্রয়োজনে এই টার্ফ সংস্কার করে আমরা খেলা আয়োজন করব।


আরো সংবাদ



premium cement