২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সাফ শিরোপাই লক্ষ্য বাংলাদেশের

আজ শুরু সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ
বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে সাফে অংশ নেয়া চার দলের কোচ ও অধিনায়করা : নয়া দিগন্ত -

আজ ঢাকায় শুরু হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শক্তিশালী নেপালের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ নারী ফুটবল দল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। এর আগে বেলা ৩টায় উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারতের মোকাবেলা করবে ভুটান।
অবশ্য গত সেপ্টেম্বরে সিনিয়রদের সাফ শিরোপা জয়ের পর ফেভারিট তকমাটা লেগেছে লাল সবুজের প্রতীকে। যে কারণে গতকাল টুর্নামেন্ট পূর্ব সংবাদ সম্মেলনে সফরকারী তিন দলই স্বাগতিক বাংলাদেশকে ফেভারিটের জায়গা দিয়েছে।
টুর্নামেন্টে অংশ নেয়া চার দলেরই (বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল) শিরোপা জয়ের সমান সুযোগ রয়েছে বলে মনে করছেন স্বাগতিক অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র। ‘নিজেদের সেরাটা দিয়েই নেপালের মোকাবেলা করব। নেপাল, ভারত ও বাংলাদেশের খেলার মান প্রায় একই। নির্দিষ্ট দিনে যারা ভালো করতে পারবে তারাই সফল হবে।’
মারিয়া, সানজিদা ও কৃষ্ণারা বয়সের কোঠা পেরিয়ে এখন শুধু সিনিয়র দলে। সিনিয়র দলের অন্যতম ফুটবলার শামসুন্নাহারের বয়স বিশের নিচে। তার কাঁধেই অ-২০ দলের অধিনায়কত্ব। সমর্থকদের দোয়া ও সমর্থন চেয়ে শামসুন্নাহার বলেন, ‘দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। এই টুর্নামেন্টে ভালো খেলে যেন চ্যাম্পিয়ন হতে পারি। আমাদের এই দলটিই এর আগে খেলেছে সাফ অ-১৫ ও ১৮ টুর্নামেন্টে। ফলে সবার মধ্যেই দারুণ বুঝাপড়া রয়েছে।’
জয় দিয়ে শুরু করতে চাই : ছোটন
বাংলাদেশ দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন জানান, ‘আমরা এই টুর্নামেন্টের জন্য অনেক দিন আগ থেকে প্রস্তুতি নিয়েছি। নেপাল, ভারত দুই দলই যথেষ্ট শক্তিশালী। তবে আমরা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই।’
সমর্থকরা হবে বাংলাদেশের টুয়েলভ ম্যান : ময়মল
গত বছর অক্টোবরে ফিফা অ-১৭ মহিলা ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। ওই দলের দশজনের বেশি খেলোয়াড় রয়েছে সাফের বর্তমান স্কোয়াডে। ভারতীয় কোচ ময়মল রকি বলেন, ‘এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা এএফসি অ-২০ বাছাইয়ের জন্য আরো ভালোভাবে তৈরি হতে চাই। বাংলাদেশ নিঃসন্দেহে ভালো দল। স্বাগতিক দল হিসেবে সমর্থকরা হবে বাংলাদেশের টুয়েলভ ম্যান।’
আগের টুর্নামেন্ট ভাবনায় নেই : ইয়ান প্রশাদ
নেপালকে কাঠমান্ডুতে হারিয়ে বাংলাদেশ সিনিয়র দল সাফ জিতেছিল। এবার কি প্রতিশোধের মিশন? নেপাল কোচ ইয়ান প্রশাদ গুরুং বলেন, ‘আগের টুর্নামেন্ট আমাদের ভাবনায় নেই। এই টুর্নামেন্টে আমরা সেরা হতে এসেছি। এজন্য আমরা প্রস্তুত। তবে বাংলাদেশও কিন্তু ফেবারিট।’
আমরা ভালো খেলতে চাই : কারমা দেবা
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারত ও ভুটান মাঠে নামছে বেলা ৩টায়। অংশ নেয়া চার দলের মধ্যে একমাত্র ভুটানের কোচ কারমা দেবার কণ্ঠে শিরোপা জেতার প্রত্যয় সেভাবে নেই। তিনি জানান, ‘আমরা এই টুর্নামেন্টে ভালো খেলতে চাই।’

তারিখ ম্যাচ সময়
৩ ফেব্রুয়ারি ভারত-ভুটান ৩টা
৩ ফেব্রুয়ারি বাংলাদেশ-নেপাল ৭টা
৫ ফেব্রুয়ারি নেপাল-ভুটান ৩টা
৫ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত ৭টা
৭ ফেব্রুয়ারি ভারত-নেপাল ৪টা
৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভুটান ৭টা
৯ ফেব্রুয়ারি ফাইনাল ৬টা


আরো সংবাদ



premium cement