১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

আশার ভেলায় চড়তে চায় খুলনা

-

প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে আজ নিজেদের দশম ম্যাচ খেলতে নামছে খুলনা টাইগার্স। প্রতিপক্ষ সাকিবের ফরচুন বরিশাল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ২টায় শুরু হবে ম্যাচটি। ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চতুর্থ ও শেষ দল হিসেবে প্লে-অফে খেলার দৌড়ে আছে রংপুর রাইডার্স, ঢাকা ডমিনেটর্স, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রংপুর ৮ ম্যাচে ১০, ঢাকা ১০ ম্যাচে ৬, খুলনা-চট্টগ্রাম ৯ ম্যাচে ৪ করে পয়েন্ট সংগ্রহ করেছে। এদের মধ্যে সবচেয়ে এগিয়ে রংপুর। আর একটি ম্যাচ জিতলেই প্লে-অফে উঠবে রংপুর। তখন প্লে-অফে খেলার আশা শেষ হয়ে যাবে ঢাকা-খুলনা ও চট্টগ্রামের।
রংপুরকে অন্য সব ম্যাচ হারের সাথে নিজেদের শেষ তিন ম্যাচে জিততেই হবে খুলনাকে। সেই সাথে অন্যান্য ম্যাচের ফল ও রান রেটের হিসেবে প্লে-অফে খেলা সুযোগ পাবে খুলনা। আজ বরিশালের কাছে হারলে প্লে-অফে খেলার আশা শেষ হয়ে যাবে খুলনার। আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে বরিশালের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছে তারা। টানা চার ম্যাচ হেরে প্লে-অফে খেলার পথ কঠিন করে ফেলে খুলনা। ৯ ম্যাচে দুই জয় ও সাত হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে দলটি। আগের ম্যাচে কুমিল্লার জয়ে প্লে-অফ নিশ্চিত হয়েছিল বরিশালের। ৯ ম্যাচে ছয় জয় ও তিন হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে বরিশাল। প্লে-অফ নিশ্চিত হওয়ায় এখন বরিশালের নতুন টার্গেট পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ের মধ্যে থাকা।


আরো সংবাদ



premium cement