ফের শাস্তি পেলেন সোহান
- ক্রীড়া প্রতিবেদক
- ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০৫
চলমান বিপিএলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আরো একবার শাস্তির মুখোমুখি হলেন রংপুর রাউডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। এর আগে ফরচুন বরিশালের বিপক্ষে একবার শাস্তি হয়েছিল তার।
গত শুক্রবার সিলেট-রংপুর ম্যাচে ইনিংসের শেষ ওভারে রংপুরের হয়ে বোলিংয়ে ছিলেন রবিউল হক। নিজের প্রথম ডেলিভারিটা বাউন্স দিলে আম্পায়ার তাকে সতর্ক করার পরের ডেলিভারিটাও বাউন্সার দেন রবিউল। অনুমিতভাবেই নো বল ডাকেন লঙ্কান আম্পায়ার প্রাগিথ রামবুকভেলা। বিষয়টি মেনে নিতে পারেননি সোহান। রামবুকভেলার সাথে উত্তেজিত শরীরী ভাষায় তর্ক শুরু করেন। তার সাথে যোগ দেন রংপুরের পাকিস্তানি পেসার হারিস রউফ। এরপর আরেক আম্পায়ার গাজী সোহেল এসে পরিস্থিতি শান্ত করেন। আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে দু’টি ডিমেরিট পয়েন্টের পাশাপাশি সোহানের ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেয়া হয়েছে। রউফকে তিরস্কার এবং একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা