২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

অসিদের রানের পাহাড়ে চাপা ওয়েস্ট ইন্ডিজ

-

রানের পাহাড়ের নিচে চাপা পড়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫১১ রান করে ইনিংস ঘোষণা করে। উইন্ডিজ দল ৪ উইকেটে ১০২ রান করে দ্বিতীয় দিন শেষ করে। এখনো তারা পিছিয়ে রয়েছে ৪০৯ রানে।
অ্যাডিলেডে বোলারদের ব্যর্থতার পর সুবিধা করতে পারছেন না ক্যারিবীয় ব্যাটাররাও। দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ত্যাগনারায়ণ চন্দরপল ৪৭ রানে অপরাজিত ছিলেন। আউট হয়েছেন ক্রেইগ ব্রাথওয়েট ১৭, শামার ব্রুকস ৮, জারমেইন ব্ল্যাকউড ৩ ও ডেভন টমাস ১৯ রান করে। মাইকেল নেসার ২০ রানে দু’টি, নাথান লিয়ন ১৩ রানে একটি ও ক্যামেরন গ্রিন ২৩ রানে একটি উইকেট।
এর আগে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার লাবুশেন। এটি তার টানা তৃতীয় সেঞ্চুরি। এর মধ্যে রয়েছে একটি ডাবল সেঞ্চুরিও। খেললেন ১৬৩ রানের ইনিংস। সেঞ্চুরি করেছেন ট্রাভিস হেডও। তিনি ১৭৫ রানের ইনিংস খেলে আউট হন। এ ছাড়া উসমান খাজা ৬২ ও অ্যালেক্স কেরি ৪২ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ও ডেভন থমাস দু’টি করে উইকেট নেন।


আরো সংবাদ



premium cement