২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

গ্রুপ পর্বে সেরা কাতার বিশ্বকাপ : ইনফান্তিনো

-

কাতারের মতো রক্ষণশীল দেশে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো শুরু থেকেই বেশ চাপে ছিলেন। তবে সব সমালোচনা ও বিতর্ক ছাপিয়ে বেশ সাফল্যের সাথেই বিশ্বকাপের গ্রুপ পর্ব আর রাউন্ড অব সিক্সটিন শেষ করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।
মধ্যে দু’দিন বিরতি। কাতারে এই বিশ্বকাপটা কেমন হচ্ছে? শুরু থেকেই তার উচ্ছ্বাস ছিল, আরো একবার পরিপূর্ণতার তৃপ্তি ঝরে পড়ল ফিফা প্রেসিডেন্টের কণ্ঠে। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে হাড্ডাহাড্ডি লড়াই-ই হয়েছে দলগুলোর মধ্যে। কোনো দলই গ্রুপ পর্ব থেকে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়পর্বে উঠতে পারেনি। আর অঘটনের পর অঘটন তো ছিলই।
গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার আর জার্মানির বাদ পড়া ছিল ইতিহাসের সেরা অঘটনগুলোর মধ্যে। সেটা থামেনি রাউন্ড অব সিক্সটিনেও। মরক্কো এবার বিদায় করে দেয় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে। বিশ্বকাপ শুরুর পর প্রথম বিরতি ছিল মঙ্গলবার। এ দিন গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ইনফান্তিনোর চোখেমুখে ছিল স্বস্তির ঝলক।
ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘আমি সবগুলো ম্যাচ দেখেছি। আসলে খুব সহজ আর পরিষ্কারভাবে বললে, এটা ফিফা বিশ্বকাপ ইতিহাসের সেরা গ্রুপ পর্ব ছিল।’ তিনি যোগ করেন, ‘অসাধারণ পরিবেশে খেলা চলছে। দারুণ কিছু গোলের দেখা মিলেছে। উত্তেজনাও ছিল অবিশ্বাস্য। অনেক চমকপ্রদ ফলও দেখা যাচ্ছে। ছোট দলগুলো বড় দলগুলোকে হারিয়ে দিচ্ছে। এখন আর কোনো ছোট দল বা বড় দল বলে কিছু নেই। সব দলের মধ্যেই সমতা তৈরি হয়েছে।’
‘বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার সব মহাদেশের দলই নকআউটের যোগ্যতা অর্জন করেছে। এতেই বোঝা যাচ্ছে, ফুটবল সত্যিই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এটা আমার সত্যিই ভালো লাগছে।’


আরো সংবাদ



premium cement
শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া

সকল