১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

দক্ষিণ কোরিয়া কোচের দায়িত্ব ছাড়লেন বেনতো

-

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে গত পরশু ব্রাজিলের কাছে ৪-১ গোলে পরাজয় দক্ষিণ কোরিয়ার। দলটির কোচ পাওলো বেনতো ম্যাচের পরই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ৫৩ বছর বয়সী পর্তুগিজ এই কোচ এখন ভবিষ্যৎ নিয়ে ভাবছেন।
পাওলো বেনতো বলেন, ‘কোরিয়া দলের কোচ হিসেবে আর থাকছি না। আমি বিরতি নেব, তারপর দেখি কী হয়। সিদ্ধান্ত গত সেপ্টেম্বরের। তাতে অটল ছিলাম, আজ নিশ্চিত করলাম। আমি কোরিয়া দলকে ধন্যবাদ জানাই। ম্যানেজার হিসেবে তাদের সাথে কাজ করতে পেরে আমি গর্বিত।’ বিশ্বকাপ থেকে দল বিদায়ের কারণে নয়, সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিলেন তিনি।
২০১৮ সালে বিশ্বকাপের পর দক্ষিণ কোরিয়ার কোচ হিসেবে দায়িত্ব পান বেনতো। তার কোচিংয়েই ২০১০ সালের পর এবার নকআউট রাউন্ডে উঠেছিল কোরিয়া। গ্রুপপর্বের শেষ ম্যাচে দলটি হারিয়েছিল পর্তুগালকে। ব্রাজিলের বিপক্ষে বড় পরাজয় হলেও দলের পারফরম্যান্সে গর্বিত বেনতো। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি এবারের বিশ্বকাপে ও গত চার বছরে আমরা যেমন খেলেছি, তা নিয়ে গর্বিত হতে পারি। গ্রুপ পর্বে তো আমরা খুবই ভালো খেলেছি।’


আরো সংবাদ



premium cement