১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সাত ছক্কা হাঁকিয়ে ইতিহাস গায়কোয়াড়ের

-

অবিশ্বাস্য! এক ওভার মানে ছয় বল। হতে পারে ছয়টি ছক্কা। এর বেশি কি সম্ভব? তাই করে দেখালেন রুতুরাজ। ভারতের ঘরোয়া ক্রিকেটে এক ওভারে সাত ছক্কা হাঁকালেন। বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে এক ওভারে ৭ ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়েন গায়কোয়াড়।
উত্তরপ্রদেশের বিরুদ্ধে মহারাষ্ট্রের অধিনায়ক ও ওপেনার রুতুরাজ ১৫৯ বল করলেন অপরাজিত ২২০ রান। ইনিংসের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন রুতুরাজ। অনবদ্য ইনিংসটি খেলার পথে মারলেন ১০টি বাউন্ডারি ও ১৬টি ছক্কা। এর মধ্যে এক ওভারেই মারলেন ৭টি ছক্কা। ম্যাচের ৪৯তম ওভারে এই কীর্তি গড়লেন তিনি। বোলার ছিলেন উত্তরপ্রদেশের বাঁ-হাতি স্পিনার শিবা সিংহ। ছন্দে থাকা রুতুরাজ চাইছিলেন দলের রান যতটা সম্ভব বাড়িয়ে নিতে। সে লক্ষ্যেই বড় শট খেলার চেষ্টা করেন চেন্নাই সুপার কিংসের এই ব্যাটার।
প্রথম চারটি বল মাঠের বাইরে উড়িয়ে দেন। পঞ্চম বলটি নো করেন শিবা। সেই বলও উড়ে যায় বাউন্ডারি লাইনের ওপারে। পরের বলটি ফ্রি-হিট পেয়ে ছাড় দেয়ার কথা মাথাতেই আনেননি বিধ্বংসী মেজাজে থাকা রুতুরাজ। সেই বলটিও সোজা পাঠিয়ে দেন সর্দার প্যাটেল স্টেডিয়ামের বি গ্রাউন্ডের বাইরে।
ওভারের সপ্তম বলও (নো বলসহ) একই ফলাফল। পরপর সাত বলে ৭টি ছক্কা মেরে লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন মহেন্দ্র সিংহ ধোনির আইপিএলের সতীর্থ।


আরো সংবাদ



premium cement