২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

উদাসীনতার কথা স্বীকার করলেন পাপন

-

বাংলাদেশ মহিলা দলের প্রশংসা করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে তাদের দুর্দান্ত পারফরম্যান্সে সাফল্যের অনেক কিছুই নজরে পড়েনি। দীর্ঘ দিন ধরে মহিলা দল ভালো খেললেও, সেভাবে তাতে মনোযোগ দিতে না পারার ব্যর্থতা এবং উদাসীনতার কথা স্বীকার করেন পাপন।
মহিলা এশিয়া কাপের প্রথম ম্যাচে সিলেটে থাইল্যান্ডকে হারিয়ে এশিয়া কাপ ধরে রাখার মিশন শুরু করে বাংলাদেশ। ম্যাচ শেষে পাপন বলেন, ‘মেয়েরা অনেক দিন ধরেই ভালো খেলছে। টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে এবং তার আগে ভারতের মতো দলকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। এমনকি বিশ্বকাপ খেলেছে তারা। ধারাবাহিকভাবে ভালো খেলছে তারা। তাদের সাফল্য লক্ষ করছি না, এটা আমাদের ব্যর্থতা।’
জয়ের অনুভূতি জানিয়ে বিসিবি বস জানান, থাইল্যান্ডের বোলিংয়ে বিপক্ষে যেভাবে দাপট দেখিয়েছে বাংলাদেশ, তা দেখার মতো ছিল এবং একই সাথে তিনি জানান, মেয়েদের কাছ থেকে সত্যিই এমন আধিপত্যপূর্ণ পারফরম্যান্স আশা করেননি। ‘আমরা যদি বিশ্ব র্যাংকিংয়ের দিকে তাকাই, বাংলাদেশ সম্ভবত ৯ নম্বরে আছে। তাদের পেছনে রয়েছে- আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড, জিম্বাবুয়ে। ভয় পাচ্ছিলাম, এটা কঠিন ম্যাচ হবে কি না; কিন্তু যেভাবে খেলেছে এবং আত্মবিশ্বাসের সাথে খেলেছে। তা ছিল দেখার মতো।’


আরো সংবাদ



premium cement

সকল