২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

এশিয়া কাপে প্রতিপক্ষ নিয়ে ভাবেন না নিগার

নিগার সুলতানা জ্যোতি -

বাছাইপর্ব শেষে দেশে ফিরে বিশ্রামের তেমন একটা সময় পায়নি মহিলা ক্রিকেট দল। গতকাল সিলেটে হালাকা অনুশীলন করেছেন সবাই। এশিয়া কাপ নিয়ে নিশ্চয়তা দিতে চান না তবে আশাবাদি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ‘কোনো কিছুর নিশ্চয়তা দেয়া যাবে না। তবে আমাদের দল খুব ভালো অবস্থানে আছে। শেষ স্মৃতিটায় সবাই ইতিবাচক ভাবছে এশিয়া কাপ নিয়ে। দল বাছাই পর্বে ভালো করেছে। টপ-অর্ডাররা রান করছে, বোলাররা ভালো শুরু এনে দিচ্ছে। সবাই দলে অবদান রাখছে। আমরা যদি নিজেদের ক্রিকেট খেলতে পারি, নির্দিষ্ট দিনে ভুল কম করি, তাহলে ভালো একটা ফল করব।’
জানালেন, ‘টি-২০ ফরম্যাটে কিন্তু নিশ্চয়তা দিয়ে বলা যাবে না কে কী করবে। আমি যেটা ফিল করি, প্রতিটা দলই কাছাকাছি। থাইল্যান্ড, মালয়েশিয়াও ভালো করছে। সবাই এখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে আসবে, ওরকম প্রস্তুতি নিয়েই এগিয়ে যেতে হবে। আমি অন্য দলের শক্তিমত্তা নিয়ে চিন্তা করি না। আমার নিজের কী আছে, কোথায় শক্তি, কোথায় দুর্বলতা এসব নিয়েই ভাবি।’


আরো সংবাদ



premium cement