২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আইরিশদের বিপক্ষে নিগারদের ফাইনাল আজ

-

আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে টাইগ্রেসরা। বাছাইপর্বের সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে ফাইনালে উঠে বিশ্বকাপে খেলার টিকিট পায় নিগার সুলতানা জ্যোতির দল। যোগ্য দল হিসেবেই আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলবে নিগার-সালমারা। দিনের অন্য সেমিতে আয়ারল্যান্ড চার রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। ফলে আজ বাছাই পর্বের ফাইনালে আইরিশদের বিপক্ষে নামবে বাংলাদেশ। যাদেরকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারিয়েছিল নিগারের দল। ফাইনালেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘এখন অবশ্যই নজর চ্যাম্পিয়নের দিকে। আশা করি ফাইনালে সেরাটা দিয়েই চ্যাম্পিয়ন হবো।’
বাছাই পর্বের ফাইনালে উঠলেই বিশ্বকাপে খেলা- এমন সমীকরণ নিয়ে দ্বিতীয় সেমিফাইনালে থাইল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। আবুধাবির শেখ যায়েদ স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে সপ্তম ওভারের পঞ্চম বলে ফারজানার (১১), ১২তম ওভারে মুরশিদা ২৬ রানে বিদায় নেন। মিডল-অর্ডারে অধিনায়ক নিগার সুলতানা (১৭) ও সোবহানা মোস্তারি (৬) আউট হলে ১৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় চার উইকেটে ৮১ রান। তবে শেষ তিন ওভারে ঝড়োগতিতে ৩২ রান তুলেন রুমানা আহমেদ (২৮*) ও রিতু মনি (১৭)। শেষ তিন ওভারে দ্রুত রান উঠায় নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১১৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
জয়ের জন্য ১১৪ রানের টার্গেট দিয়ে ২০ ওভারের মধ্যে ১৯ ওভারই বল করেন স্পিনাররা। সালমা খাতুন-সানজিদা আকতার-নাহিদাদের আঁটসাঁট বোলিংয়ে প্রথম আট ওভারে তিন উইকেট হারিয়ে মাত্র ১৬ রান তুলতে সক্ষম হয় থাইল্যান্ড। নাথকান চানথাম ১৯তম ওভার পর্যন্ত লড়াই করে ৫১ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। স্পিনারদের সামলাতে না পেরে শেষ পর্যন্ত ২০ ওভারে ছয় উইকেটে ১০২ রান করে ম্যাচ হারে থাইল্যান্ড। সালমা তিনটি, সানজিদা দু’টি ও নাহিদা একটি উইকেট নেন।


আরো সংবাদ



premium cement
ঈদগাঁওতে মাদক সম্রাট রেজাউল গ্রেফতার শিক্ষায় ব্যাঘাত : ফেসবুক-টিকটক-ইনস্টাগ্রাম-স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে ২৯০ কোটি ডলারের মামলা আমতলীতে কিশোরীকে অপহরণ শেষে গণধর্ষণ, গ্রেফতার ৩ মহানবীকে কটূক্তির প্রতিবাদে লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রিমিয়া সাগরে বিধ্বস্ত হলো রুশ সামরিক বিমান জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত

সকল