০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯, ৯ রমজান ১৪৪৪
`

রেলিগেশনে ইংল্যান্ড

-

বাজে ফর্মে ইউরো রানার্সআপ ইংল্যান্ড। এরই জেরে এবার উয়েফা নেশনস লিগে রেলিগেটেড হয়ে গেছে ইংলিশরা। গত চার ম্যাচে এক গোল করা ইংল্যান্ড এবার ইতালির কাছে হেরে উয়েফা নেশনস লিগে নেমেছে দ্বিতীয় স্তরে। গত পরশু রাতে থ্রি লায়ন্সদের ১-০ গোলে হারিয়েছে ইতালি। এই ইতালির কাছেই ইউরো ফাইনালে হেরেছিল ইংল্যান্ড।
এ দিকে উয়েফা নেশনস লিগে ফেবারিট জার্মানিকে হারিয়ে বিস্ময় হাঙ্গেরির। অবশ্য এর আগে ১০ দিনের ব্যবধানে ইংল্যান্ডকে দু’বার হারিয়েছিল দলটি। লাইপজিগের রেড বুল অ্যারেনায় শুক্রবার রাতে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপে ১-০ গোলে জিতেছে হাঙ্গেরি।


আরো সংবাদ


premium cement