২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

১৮৬ রানে অলআউট নেদারল্যান্ডস

-

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ হেরেছিল ১৬ রানে আয়ারল্যান্ড। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে আইরিশরা ১৮৬ রান সংগ্রহ করে।
রটারডামে গতকাল লক্ষ্য ছিল ১৮৭ রান। ইনিংসের সূচনা করতে আসা ফখর জামান ৩ রান করে দলীয় ১০ রানে কিংমার বলে রিটার্ন ক্যাচ দেন। এক রান পর কিংমার বলে আউট ইমাম উল হক ৬ রানে। অধিনায়ক বাবর আজম ৫৭ রান করেন। মোহাম্মদ রেজওয়ান ৬৯ ও আগা সালমান ৫০ রানে অপরাজিত থেকে ৩৩.৪ ওভারে ১৯১ রানে জয় নিশ্চিত করে।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নামে আয়ারল্যান্ড ৪৪.১ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে। মোহাম্মদ নাওয়াজের বলে কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে কুপার ৭৪ বলে ৬৬ রান করেন। ৮৯ রান করে আউট হন ডি লিড হারিস রউফের বলে। শেষ পর্যন্ত ১৮৬ রানে অলআউট হয় আইরিশরা। হারিস রউফ ১৬ রানে ৩টি ও মোহাম্মদ নাওয়াজ ৪২ রানে ৩টি উইকেট নেন।


আরো সংবাদ



premium cement