২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

‘সাকিবকে মিসগাইড করেছিল বেটউইনার’

‘সাকিবকে মিসগাইড করেছিল বেটউইনার’ -

বাংলাদেশ ক্রিকেটে তোলপাড় হয়েছিল সাকিব আল হাসানের সাথে বেটউইনারের চুক্তির কারণে। চুক্তি বাতিল না করলে তার সাথে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক ছিন্ন করারও হুমকি দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব ফিরেছেন শেষ পর্যন্ত চুক্তি বাতিল করেই।
গুলশানস্থ বিসিবি সভাপতির কার্যালয়ে গতকাল বিকেলে এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপের জন্য অধিনায়ক নির্বাচন নিয়ে আলোচনায় বসেছিলেন। এরপর সাকিবকে আগামী টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে নাম ঘোষনা করা হয়। বেটিং প্রতিষ্ঠানের সাথে সাকিব আল হাসানের নাম আসার পর তাকে অধিনায়ক নির্বাচন করা নিয়ে জালাল ইউনুস বলেন, ‘এটা নিয়ে অনেক আলাপ হয়েছে। সাকিব ভুল বুঝতে পেরেছে। এটা করা তার ঠিক হয়নি। সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাকেই অধিনায়ক করার পরিকল্পনা ছিল। নিজের ভুল স্বীকার করে যখন সাকিব ফিরে এসেছে, তখন এটিকেই আমরা সঠিক ধরে নিয়েছি এবং তাকে দায়িত্ব দিয়েছি।’
জালাল ইউনুস আরো বলেন, ‘সাকিবের ভুলটা ছিল সে একটা অনলাইন নিউজ পোর্টাল মনে করে ওই প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছিল। এটা অবশ্যই সঠিক হয়নি। তাকে বুঝিয়ে বলার পর সে ওখান থেকে সরে এসেছে।’ বেটউইনার নিউজ তো বেটউইনার নামক বেটিং সাইটেরই অঙ্গ প্রতিষ্ঠান। তাহলে তারা কী সাকিবকে মিসগাইড করেছিল? জালাল ইউনুস বলেন, ‘হ্যাঁ, তার (সাকিব) কাছে মনে হয়েছিল হয়তো মিসগাইড এটি।’
বোর্ডের অনুমতি না নিয়েই চুক্তি করা মানে অপরাধ। এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘সেটা আলাপ-আলোচনা হয়েছে। পরে এ নিয়ে আরো আলাপ হবে। যেটি আমাদের অনুমতি ছাড়া হয়েছে, একটা এনডোর্সমেন্ট নিয়েছে, সে জিনিসটি আগেও আলাপ করেছি এবং আমাদের পরে বোর্ড মিটিংয়েও এটা আলাপ হবে।’ অফিসিয়ালি চুক্তি বাতিল নিয়ে জালাল ইউনুস বলেন, সে বলেছে সে চুক্তি টারমিনেট (বাতিল) করে দিয়েছে।’
এত কিছুর পরও সাকিবকে অধিনায়ক করা প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘যুক্তি তো বললাম, সে আমাদের সেরা খেলোয়াড়। আমাদের সম্পদ। সে আমাদের বোর্ডের বা দেশের বাইরের কেউ না। সে যখন বলেছে যে এটি মিসটেক, আমরা ধরে নিয়েছি এটি মিসটেক। তবে তাকে বলা হয়েছে, সে যেন এ ধরনের মিসটেকের পুনরাবৃত্তি না করে। সে আমাদের বলেছে পরে এ ধরনের মিসটেক আর হবে না। আমাদের বোর্ড প্রেসিডেন্টের সামনে সে আশ্বাস দিয়েছে। আমরাও মেনে নিয়েছি।


আরো সংবাদ



premium cement
গাজায় সাহায্য বাড়াতে ইসরাইলকে নির্দেশ আইসিজের দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ বস্ত্র-পাট খাতে চীনের বিনিয়োগ চায় বাংলাদেশ জামালপুরে সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার গাজায় অনাহার যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ ‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা বছরে পৌনে ৩ লাখ মানুষের মৃত্যু দূষণে

সকল