২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

‘প্রথম ওয়ানডেতে হারটা অবিশ্বাস্য’

বিমানবন্দরে মিডিয়ার সামনে এনামুল হক বিজয় -

জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৯ সালের পর প্রথম ওয়ানডেতে সুযোগ পেয়ে ভালোভাবেই কাজে লাগান এনামুল হক বিজয়। প্রথম
ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছেন। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও ৭৬ রান করে দলের জয়ে অবদান রাখেন। জিম্বাবুয়ে থেকে দেশে
ফিরে গতকাল এনামুল বলেন, স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ জয় সহজ ছিল না।
বিমানবন্দরে এসে প্রতিক্রিয়া জানান এনামুল, অনেক দিন পর ওয়ানডে দলে এলাম। খুব ভালো লাগছে, খুব এক্সসাইটেডও
ছিলাম আসলে। কঠোর পরিশ্রম করেছি, অনেক দিন এরকম সময় পার করেছি। আসলে তিন বছর পর যেহেতু এসেছি, চেষ্টা
করেছি সুযোগটা কাজে লাগানোর জন্য। অবশ্যই দলের জয়ের পেছনে অবদান রাখতে পারলে অনেক ভালো লাগত।
জিম্বাবুয়ের মাঠে তাদের বিপক্ষে জেতাটা আসলে সহজ ছিল না। এটি সত্যই, বলেন এনামুল। ওরা ভালো ক্রিকেট খেলেছে,
আমাদের অবশ্যই কিছু ভুল ছিল, সব মিলিয়ে আমরা হেরেছি। প্রথম ওয়ানডে ৫ উইকেটের পরাজয় অবিশ্বাস্য লেগেছিল
অনেকের কাছে।
এনামুল বলেন, অবশ্যই প্রথম ম্যাচ হারার পর অনেক বেশি বিস্মিত হয়েছি। জিম্বাবুয়েতে আমরা যতটুক পারফর্ম করব আশা
করেছিলাম, সে অনুযায়ী পারিনি। অবশ্যই সেটা আমাদের জন্য খারাপ লাগার বিষয় ছিল। দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুয়ে একই পথে
এগোনোতে নার্ভাস ছিলাম ওই সময়টায়। কিন্তু আমার মনে হয়, এই একটা সিরিজে শতভাগ দিয়ে আমরা খেলতে পারিনি।
দলের সবাই গতকাল বিকেলে দেশে ফিরলেও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ফেরেননি। হেড কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং
কোচ অ্যালান ডোনাল্ড ও স্পিন কোচ রঙ্গনা হেরাথও তামিমের তালিকায়। দলের সাথে কোচিং স্টাফদের মধ্যে ব্যাটিং কোচ জেমি
সিডন্স ও ফিল্ডিং কোচ ম্যাকডারমট এসেছেন।
জিম্বাবুয়ে সফরটা ভুলে যেতে চাইবে বাংলাদেশ। তিনটি টি-২০ ও তিনটি ওয়ানডে ম্যাচ শেষে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ
ক্রিকেট দল। টাইগারদের সফরে এবার হতাশাজনক পারফরম্যান্স। টি-২০তে ২-১-এ সিরিজ পরাজয়ের পর ওয়ানডে সিরিজেও
একই ব্যবধানে হার। হতাশার সফর শেষে দেশে ফিরেছে তামিম ইকবালের দল।
হারারে স্পোর্টস কাব মাঠে ৫ আগস্ট প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে পরাজিত বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও একই ব্যবধানে হেরে
সিরিজ হাতছাড়া তামিমের দলের। শেষ ম্যাচে অবশ্য ১০৫ রানে জিতেছে সফরকারীরা। তবে সেটা ছিল কেবল সান্ত্বনার জয়।
শেষ ম্যাচ জেতায় ২১ বছর আগের হোয়াইটওয়াশ লজ্জায় হয়তো পড়তে হয়নি টাইগারদের। তবে ৯ বছরের মধ্যে কোনো সিরিজ
ও ম্যাচ হারেনি টিম বাংলাদেশ। টানা ১৯ জয়ের পর পরাজয়ে হাতাশ করেছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। অপেক্ষাকৃত দুর্বল
দলের বিপক্ষে এবার পরপর দুই ম্যাচ হেরে ৯ বছর পর সিরিজ পরাজয়ের স্বাদ নিয়ে দেশে ফিরেছে তামিম বাহিনী।
দেশে ফিরেও খুব বেশি বিশ্রামের সুযোগ পাবে না টিম বাংলাদেশ। কারণ ক’দিন পরই শুরু হবে এশিয়া কাপ। আগামী ২৭
আগস্ট আরব আমিরাতে বসবে টি-২০ ফরম্যাটের এবারের এশিয়া কাপ।


আরো সংবাদ



premium cement