১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জাতীয় রেকর্ডেও হলো না পদক

হ্যান্ডবলে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ সপ্তম
গতকাল তুরস্কের কোনিয়ায় ইসলামী সলিডারিটি গেমসে তিন জাতীয় রেকর্ড গড়া বাংলাদেশের ভারোত্তোলক স্মৃতি আক্তার : সৌজন্য -

ইসলামী সলিডারিটি গেমসে জোর দিয়ে বলা হয়নি ভারোত্তোলনে পদক জয়ের কথা। তবে গতকাল অল্পের জন্য এই ডিসিপ্লিনে
পদকের দেখা পেল না বাংলাদেশ। গতকাল ভারোত্তোলনে ৫৫ কেজি ওজন শ্রেণীতে স্মৃতি আক্তার তিনটি নতুন জাতীয় রেকর্ড গড়ে
চতুর্থ হয়েছেন। এতে অল্পের জন্য হাতছাড়া হয় বাংলাদেশের। স্ন্যাচে স্মৃতি ৭০ কেজি তুলেছিলেন। তার চেয়ে এক কেজি বেশি
তুলে ইরানের ভারোত্তোলক স্ন্যাচে এগিয়ে ছিলেন। কিন অ্যান্ড জার্কে ৮৬ কেজি তুলেছেন স্মৃতি, যা ৫৫ কেজি নারী ক্যাটাগরিতে
বাংলাদেশের জাতীয় রেকর্ড। আগে স্মৃতি কিন অ্যান্ড জার্কে ৮৪ এবং স্ন্যাচে ৬৮ তুলেছিলেন। গতকাল স্ন্যাচে ৭০ কেজি
তোলেন। এটিও তার রেকর্ড। মোট ১৫৬ কেজি তুলে নতুন রেকর্ড গড়েন তিনি। আগে রেকর্ড ছিল ১৫২। তার থেকে মাত্র ১
কেজি বেশি তুলে ব্রোঞ্জ জিতেছে ইরানি প্রতিযোগী। ভারোত্তোলনে ১৫ আগস্ট শোয়াইব রহমান রাফা ৮৭ প্লাস কেজি ওজন শ্রেণীতে
খেলবেন।
এ দিকে গেমসে মেয়েদের হ্যান্ডবলে গতকাল বাংলাদেশ ৩৩-১৯ গোলে আফগানিস্তানকে হারিয়ে সপ্তম হয়েছে। গ্রুপের শেষ ম্যাচে
পরশু বাংলাদেশ ২৫-৪৫ গোলে হেরেছিল সেনেগালের কাছে। গ্রুপের প্রথম ম্যাচে তুরস্কের কাছে ১০-৫১ গোলে হারের পর
উজবেকিস্তানের কাছে পরাজিত হয়েছিল ৪২-২০ গোলে। প্রতি ম্যাচেই আগের ম্যাচের তুলনায় গোল করার সংখ্যা বেড়েছে। তাই
জয় দিয়েই শেষ করা।
পরশু মহিলাদের হাইজাম্পে রিতু আক্তার ১.৭৩ মিটার লাফিয়ে গেমসে সপ্তম হন। তিনবার চেষ্টা করেও ১.৭৬ মিটার অতিক্রম
করতে পারেননি রিতু। ১.৭০ মিটার লাফিয়ে নবম হয়েছেন উম্মে হাফসা রুমকি। প্রথম প্রচেষ্টায় রুমকি ১.৬৫ মিটার লাফানোর
পর দ্বিতীয় প্রচেষ্টায় ১.৭০ মিটার লাফান, তৃতীয় প্রচেষ্টায় ১.৭৩ মিটার অতিক্রম করা সম্ভব হয়নি তার। তবে এই দুই
জাম্পারের কেউই দেশে ট্রায়ালে করা উচ্চতা অতিক্রম করতে পারেননি এই গেমসে। রিতু ট্রায়ালে ১.৭৭ মিটার লাফিয়েছেন।
রুমকি অতিক্রম করেন ১.৭১ মিটার। লক্ষণীয় বিষয়, জাম্প ইভেন্টে পদক জয়ের আশা করা হলেও ছিল না দলের সাথে কোনো
জাম্প কোচ।
জিমন্যাস্টিক্সে পদকের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ আলী কাদের হক ও আবু সাঈদ রাফি। পরশু নিউজিল্যান্ড প্রবাসী আলী
কাদের ফাইনালে ভল্টিংয়ে ১২.৯৭৫ স্কোর করে আটজনের মধ্যে পঞ্চম হন। ষষ্ঠ হওয়া আবু সাঈদের স্কোর ১২.৩৫০। ১৪.৫৫০
স্কোর করে প্রথম আজারবাইজানের জিমন্যাস্ট। ১৩.৬২৫ ও ১৩.৬০০ স্কোর করে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন স্বাগতিক তুরস্কের
দুই প্রতিযোগী।
এবারের কমনওয়েলথ গেমসে কোনো পদকের আশা করা হয়নি। স্রেফই অভিজ্ঞতা অর্জনের মিশন ছিল বার্মিংহামে; বরং এর পরই
শুরু হওয়া ইসলামী সলিডারিটি গেমসকে ঘিরেই যত প্রত্যাশা পদকের জন্য। তবে এখন পর্যন্ত তুরস্কের কোনিয়া থেকে আসেনি
কোনো পদক জয়ের খবর। অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েও পদক গলায় তুলতে পারেননি।
হাইজাম্পে অনেক আশার রানী শোনানো হলেও নতুন জাতীয় রেকর্ড গড়া পর্যন্তই কৃতিত্ব রিতু আক্তারের। জিমন্যাস্টিক্সে
নিউজিল্যান্ড প্রবাসী আলী কাদের হক ও আবু সাঈদ রাফিও পারেননি দেশবাসীর মুখে হাসি ফোটাতে। এখন শেষ ভরসা
আরচারিকে ঘিরে। ১৪-১৫ আগস্ট থেকে এই ইভেন্ট শুরু হওয়ার কথা। বিশৃঙ্খলার মধ্যে চলা ৫ম এই ইসলামী সলিডারিটি
গেমসের কোনো কিছুরই শিডিউল ঠিক থাকে না। ক্ষণে ক্ষণে বদল হয় ইভেন্ট শুরুর দিনক্ষণ।


আরো সংবাদ



premium cement
চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’

সকল