২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আজ দেশে ফিরছেন সাকিব

-

বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের আজ দেশে ফেরছেন। গতকাল সকালে এই খবর পেলেও দুপুরের পরই শোনা
যায় তিনি আজ সকালে ঢাকায় ফিরবেন। দল নির্বাচনে থাকতেই হয়তো এক দিন আগেই দেশে ফিরছেন সাকিব।
সাকিব আল হাসান কিছুদিন আগে খেলাধুলায় সাইপ্রাস-ভিত্তিক বেটিং (বাজি) সাইট বেটউইনার স্পোর্টস বেটিং অ্যান্ড ক্যাসিনোর
সহপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের শুভেচ্ছাদূত হন। বাংলাদেশের আইনে বেটিং নিষিদ্ধ থাকায় ওই ধরনের কোনো প্রতিষ্ঠানের সাথে
চুক্তি আইনবিরোধী। সাকিবকে আইনবিরোধী হওয়ায় প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিলের কথা বলে বিসিবি। এরপর বেটউইনারের
সাথে চুক্তি বাতিলে রাজি হওয়ার কথা জানিয়ে বিসিবিকে চিঠি দেন সাকিব।
বিসিবির প্রটোকল অফিসার ওয়াসিম খানের দেয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৩টায় (ঘড়িতে তখন ১৩ আগস্ট প্রথম প্রহর)
ঢাকায় পা রাখবেন সাকিব।
সাকিবের এক দিন আগে ফেরার সিদ্ধান্ত কেন? তবে কি তাকে সাথে নিয়েই আজ এশিয়া কাপের দল সাজানো হবে? প্রধান
নির্বাচক ও ক্রিকেট অপস চেয়ারম্যানÑ কেউ অবশ্য এ নিয়ে কোনো কথা বলেননি। তবে গতকাল শুক্রবার বিকেলে প্রধান
নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, তারা আজো নিজেদের মধ্যে কথা বলবেন। সন্ধ্যায় হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সাথে
জুম কনফারেন্স আছে।
সন্ধ্যার পর বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের বাসায়ও দল নিয়ে একটা উচ্চপর্যায়ের অনানুষ্ঠানিক সভা হতে পারে। এর
বাইরে আজ শেরেবাংলায় নির্বাচক ও ক্রিকেট অপসের যৌথ সভা বসবে। সেখানে এশিয়া কাপের সম্ভাব্য সাকিব আল হাসানকে
অধিনায়ক করেও দল ঘোষণার সম্ভাবনা রয়েছে।


আরো সংবাদ



premium cement