২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শিরোপা ধরে রাখল সেনাবাহিনী

-

গত পরশু সংবাদ সম্মেলনের পর বেশ আত্মবিশ্বাসী ছিলেন সেনাবাহিনীর অধিনায়ক শাহীন। জানান, ফাইনালে আমরাই জিতব। গ্রুপ পর্বে আমরা ৪ গোলে হারিয়েছিলাম চট্টগ্রাম জেলাকে। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে কথামতোই কাজের বাস্তবায়ন সেনাবাহিনীর। এবারো চট্টগ্রামের জালে ৪ গোল। অবশ্য বিপরীতে হজম করতে হয়েছে ২ গোল। সব মিলিয়ে ৪-২ গোলে ফাইনাল জিতে বঙ্গবন্ধু জাতীয় ফুটবলের শিরোপা ধরে রাখল সেনাবাহিনী। আর ২১ বছরের অপেক্ষার অবসান হলো না চট্টগ্রামের।
ম্যাচে সেনাবাহিনীর ইমতিয়াজ (৬ মি.), ইমরান (২৬ মি.), সাহাফ (৩৯ মি.) ও মামুন ৫০ (মি. পেনাল্টি) গোল করেন। চট্টগ্রামের গোলদাতা বোরহান (৩৭ মি.) ও ওমর ৪৮ (মি. পেনাল্টি)। ৬ গোল দিয়ে আসরের সর্বোচ্চ গোলতদাতা হয়েছেন সেনাবাহিনীর ইমতিয়াজ। সেরা খেলোয়াড়ও তিনি। সেরা গোলরক্ষক চট্টগ্রামের উত্তম। সেরা কোচের পুরস্কার পেয়েছেন সেনাবাহিনীর ইমরান হোসেন। সেরা রেফারি সাইফ দোহা।


আরো সংবাদ



premium cement