২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

এবার বসুন্ধরার বিপক্ষে গোল মোরসালিনের

মোহামেডান ১:১ বসুন্ধরা কিংস
গোলদাতা মোরসালিনকে নিয়ে মোহামেডানের খেলোয়াড়দের উল্লাস : বাফুফে -

প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে বসুন্ধরা কিংস থেকে ধারে মোহামেডানে খেলছেন শেখ মোরসালিন। এই অ্যাটাকিং মিডফিল্ডারের গোলেই পয়েন্ট হারিয়েছে অস্কার ব্রুজনের দল। মোহামেডান আগে গোল করলেও ম্যাচ জিততে পারেনি। বসুন্ধরা-মোহামেডান ম্যাচটি তাই শেষ হয়েছে ১-১ ড্রয়ে। মোরসালিন এর আগে গোল করেছিলেন শেখ জামালের বিপক্ষেও।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে গতকাল বসুন্ধরার বিপক্ষে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলে সাফল্য পেয়েছে মোহামেডান। তবে ম্যাচের শুরুতেই বসুন্ধরা এগিয়ে যেতে পারত। ৯ মিনিটে ইয়াসিন আরাফাতের তুলে দেয়া বল ক্লিয়ার করতে গিয়ে ব্যাক পাস দেন আলমগীর মোল্লা। সেটা গোলকিপার আহসান হাবিব বিপু বক্সে হাত দিয়ে ধরলে ইনডিরেক্ট ফ্রি কিক পায় কিংস। দুর্ভাগ্য যে মিগেল ফিগেইরা সুযোগ কাজে লাগাতে পারেননি।
দুই মিনিট পরই প্রতি আক্রমণে গিয়ে দারুণ এক গোলে এগিয়ে যায় মোহামেডান। বক্সের বেশ বাইরে থেকে দূর পাল্লার জোরালো শটে জাল খুঁজে নেন শেখ মোরসালিন। গোলকিপার আনিসুর রহমান জিকোর তখন কিছুই করার ছিল না। এই অ্যাটাকিং মিডফিল্ডার টানা দুই ম্যাচ গোল পেলেন। ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণের সুবর্ণ সুযোগ নষ্ট করেন জাফর ইকবাল। কিন্তু জাফরের চিপ ক্রসবারের ওপর দিয়ে গেছে।
কিংস সমতায় ফেরে ৩৪ মিনিটে। ইয়াসিন আরাফাতের কাটব্যাক ডিফেন্ডাররা ক্লিয়ার করতে পারেননি। প্রথম ছোঁয়ায় বলের নিয়ন্ত্রণ নিয়ে বাঁ পায়ের জোরালো ভলিতে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগুয়েল ফিগুইেরো।
বসুন্ধরা ১৮ ম্যাচে তৃতীয় ড্রতে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। সমান ম্যাচে মোহামেডান অষ্টম ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। বসুন্ধার ড্রয়ের ফলে লাভ হলো ঢাকা আবাহনীর। আজ তারা সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জিতলে বসুন্ধরার সাথে তাদের পয়েন্টের ব্যবধান কমে ৪ এ আসবে। আজ অপর দুই ম্যাচে খেলবে চট্টগ্রাম আবাহনীর প্রতি পক্ষ শেখ জামাল এবং শেখ রাসেলের প্রতিপক্ষ উত্তর বারিধারা।

 


আরো সংবাদ



premium cement
‘আমার শিশু মেয়েটির যে সর্বনাশ সে করেছে’ বান্দরবানের ৩ উপজেলায় নির্বাচন স্থগিত চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজে মুসুল্লিদের ঢল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার : রিজভী চীনের দক্ষিণাঞ্চলীলের গুয়াংডংয়ে সর্বোচ্চ স্তরের বৃষ্টিপাতের সতর্কতা জারি আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার মুসলিম শ্রমিক হত্যায় হিন্দু নেতারা চুপ কেন : প্রশ্ন হেফাজত নেতা আজিজুল হকের সাভারে বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে গাজা ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ফরিদপুর-খুলনা মহাসড়কে জনতার অবরোধ ভাঙতে টিয়ারশেল ও ফাঁকা গুলি বাংলাদেশ-কাতারের মধ্যে ১০টি সহযোগিতা নথি সই

সকল