২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

উত্তাল আটলান্টিকে অসুস্থ ক্রিকেটাররা

আটলান্টিক মহাসাগরে সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকায় যাওয়ার পথে বাংলাদেশ দলের ক্রিকেটাররা : ইন্টারনেট -

সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকা যাওয়ার সহজ উপায় সমুদ্রপথ। বিমানে হলে অ্যান্টিগা ঘুরে যেতে হয়, ফলে অনেক সময় প্রয়োজন। এ ছাড়া যেসব বিমান আছে, সেগুলো খুবই ছোট। টিকিটও দুষ্প্রাপ্য এবং ব্যয়বহুল। সব মিলিয়ে তাই বাংলাদেশ দল ফেরিতে করেই সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকায় যাত্রা করে। সেই যাত্রা পথেই আটলান্টিকের উত্তাল ঢেউয়ে অসুস্থ হয়ে পড়েন ক্রিকেটাররা।
ফেরিতে উঠে অবশ্য সেলফিবন্দি হয়েছেন সবাই। আনন্দঘন পরেবেশেই তাদের যাত্রা শুরু হয়। কিন্তু এর কিছুক্ষণ পরই শুরু হয় সাগরের প্রচণ্ড ঢেউ। সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আতহার আলী খানের সেলফিতে বন্দী হন সাকিব আল হাসান-মাহমুদুল্লাহরা। তখনো কেউ ভাবেননি আতঙ্কে অসুস্থ হয়ে পড়বেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে আতহার লিখেন, ‘ফেরিতে করে ভয়ঙ্কর যাত্রা শুরু করার আগে।’
শুরুটা আনন্দ নিয়ে হলেও যাত্রার পর থেকে বাংলাদেশ দলের সময়টা মোটেও ভালো কাটেনি। সেন্ট লুসিয়ার ক্যাস্ট্রিস বন্দর থেকে পরশু বৃহস্পতিবার ডোমিনিকার উদ্দেশে যাত্রা শুরু করে বাংলাদেশ দল। আটলান্টিক পাড়ি দেয়ার সময় থেকেই সমস্যা শুরু হয়। ক্রিকেটারদের মনে ভয় ঢুকতে থাকে। বিশালাকার ঢেউ দেখে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। পেসার শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহান অসুস্থ হয়ে পড়েন। তারা বমিও করেন। এ ছাড়া অস্বস্তিতে থাকেন টি-২০ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ ও ম্যানেজার নাফিস ইকবাল। ডেকে শুয়েও পড়েন দুইজন।
যদিও শেষ পর্যন্ত নিরাপদেই ডোমিনিকায় পৌঁছাতে পেরেছে বাংলাদেশ দল। মেহেদী হাসান মিরাজ ডোমিনিকায় পৌঁছে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সেই ছোটবেলায় আটলান্টিক মহাসাগরের কথা বইতে পড়েছি, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে খুবই ভালো লাগছে! নতুন একটা এক্সাইটমেন্ট কাজ করছিল এবং আমরা যখন পারি দিচ্ছিলাম তখন অনেক আনন্দ করছিলাম আবার অনেকে ভয়ও পাচ্ছিলাম। দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে!’
এ দিকে অসুস্থ হয়ে পড়া সোহান জানিয়েছেন, তিনি সুস্থ আছেন, ‘প্রথম অভিজ্ঞতা তো, একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি।’
সাইক্লোনের প্রভাবে আটলান্টিক এতটা উত্তাল হয়েছে। যে কারণে এক দিন পিছিয়ে দেয়া হয় সমুদ্রযাত্রা। বাংলাদেশ অনুশীলন শুরু করে সেন্ট লুসিয়াতেই। প্রথম দিন অনুশীলন করে বৃহস্পতিবার রওনা দেয়। স্বাগতিক বোর্ডের সাথে আলোচনা করেই সফরসূচি চূড়ান্ত হয়। বিসিবির সম্মতিতেই মূলত উইন্ডিজ বোর্ড ফেরির আয়োজন করে। ক্রিকেটাররা অসুস্থ হয়ে পড়ায় বিসিবির এই সম্মতি এখন প্রশ্নবিদ্ধ!
আজ ম্যাচের আগে গতকাল এক বেলা অনুশীলন করার কথা ছিল টাইগারদের। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে মাঠে নামবে সফরকারীরা।

 


আরো সংবাদ



premium cement
তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী : মির্জা আব্বাস সৈয়দপুরে জামায়াতের উদ্যোগে সালাতুল ইসতিসকার নামাজ আদায় জিম্বাবুয়ে সিরিজের শুরুতে না থাকার কারণ জানালেন সাকিব ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল চুয়াডাঙ্গায় বাতাসে আগুনের হল্কা : গলে যাচ্ছে সড়কের পিচ বৃষ্টির নামাজ আদায়ের নিয়ম আজও স্বর্ণের দাম ভরিতে ৬৩০ টাকা কমেছে শিক্ষাপ্রতিষ্ঠান ২৮ এপ্রিল খুলে দেয়ার প্রস্তুতি, ক্লাস চলবে শনিবারও মিরসরাইয়ে জুস খাইয়ে অজ্ঞান করে লুট, মূল হোতা গ্রেফতার বৃষ্টি কামনায় ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ইসতিসকার নামাজ আদায় কুবিতে আল্টিমেটামের পর ভিসির কার্যালয়ে তালা ঝুলাল শিক্ষক সমিতি

সকল