২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

২৭ বছরে শুরু ৩৪-এ জাতীয় দলে

-

প্রথমবারের মতো ইংল্যান্ডের জাতীয় দলে ডাক পেয়েছেন ল্যাঙ্কাশায়ারের ৩৪ বছর বয়সী পেসার রিচার্ড গ্লিসন। আগামী সপ্তাহে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-২০ দলে নেয়া হয়েছে ২৭ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরু করা এ ডান হাতি পেসারকে।
পিঠের ক্রমাগত ইনজুরির কারণে গত দুই মৌসুমে খুব বেশি সময় মাঠে থাকতে পারেননি গ্লিসন। চলতি বছর ল্যাঙ্কাশায়ারের সাথে তিনি শুধু টি-২০ চুক্তি করেছেন। সবশেষ টি-২০ ব্লাস্টে ইংল্যান্ডের বোলারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ ২০ উইকেট শিকার করেছেন গ্লিসন।
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টি-২০ দলে গ্লিসনের অন্তর্ভুক্তিই সবচেয়ে উল্লেখযোগ্য। এখন পর্যন্ত সাত বছরের পেশাদার ক্যারিয়ারে ৬৪টি স্বীকৃত কুড়ি ওভারের ম্যাচ খেলে তিনি শিকার করেছেন ৭০ উইকেট। এ ছাড়া ৩৪ প্রথম শ্রেণীর ম্যাচে ১৪৩ ও ২১ লিস্ট ‘এ’ ম্যাচে নিয়েছেন ২৮ উইকেট। আগামী ৭ জুলাই আগাস বোলে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। এরপর ১২ জুলাই থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।


আরো সংবাদ



premium cement