১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

স্পিন কোচের ভূমিকায় সুজন

-

রঙ্গনা হেরাথ ছুটি নিলেও ওয়েস্ট ইন্ডিজ সফরে বদলি স্পিন কোচ নিচ্ছে না বিসিবি। আপদকালীন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটারের স্থলাভিষিক্ত হবেন রাসেল ডোমিঙ্গো ও খালেদ মাহমুদ সুজন। কিছুদিন আগে ছুটি চেয়েছিলেন হেরাথ। তা মঞ্জুর করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এর পর থেকেই ধারণা করা হচ্ছিল, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আসন্ন সিরিজে মেহেদি হাসান, মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসানদের দায়িত্ব দেয়া হবে সোহেল ইসলামকে। কিন্তু এমন কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন সুজন।
গতকাল বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান এই টিম ডিরেক্টর সুজন বলেন, ‘সোহেল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে না। হেরাথের পরিবর্তে কাউকে নেয়া হবে না। আসন্ন সফরে আমি আর ডোমিঙ্গোই স্পিনারদের দেখব।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৬ জুনের মধ্যে তিন ভাগে ভাগ হয়ে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। সফরে দু’টি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৬ জুন টেস্ট দিয়ে শুরু হবে মাঠের লড়াই।
মুমিনুলকে অধিনায়কত্ব ছাড়তে বললেন সুজন


শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হেরেছে বাংলাদেশ। চট্টগ্রামে ড্র করার পর দ্বিতীয় টেস্টে ঢাকায় হেরেছে টাইগাররা। ঘরের মাঠে এমন পারফরম্যান্স হতাশাজনক বলছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক মুমিনুল হককে নেতৃত্ব ছাড়ার পরামর্শও দিয়েছেন তিনি। সর্বশেষ সাত ইনিংসে ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কের ঘরে নিতে পারেননি মুমিনুল। চাপমুক্ত থাকতে টাইগারদের টেস্ট অধিনায়ককে নেতৃত্ব ছাড়ার পরামর্শ দেন সুজন, ‘পারফর্ম না করলে এটা মনে হওয়া স্বাভাবিক, মনে হবে অধিনায়কত্ব বোঝা হয়ে গেল কিনা। ও আমাদের সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক। তার গড় ছিল ৫০-এর ওপরে। হঠাৎ করে পারফর্ম করছে না প্রশ্ন থেকেই যায়। উত্তর মুমিনুলই ভালো দিতে পারবে।’ তিনি যোগ করেন, ‘আমরা তার ব্যাটিংটা চাই, এটাই গুরুত্বপূর্ণ। ও সময় নিয়ে সেঞ্চুরি করে, আমরা এটা চাই। শ্রীলঙ্কা সিরিজ অবশ্যই ভালো হয়নি। হার-জিত খেলার অংশ, হারতেই পারি। কিন্তু যেরকম কন্ডিশন ছিল বা যেরকম প্রতিপক্ষের সাথে খেলেছি, এটা বলা যাবে না আমরা আমাদের মান অনুযায়ী খেলেছি। ইতিবাচক দিক আছে অনেক কিছুই। তবে ফলাফলের কথা চিন্তা করলে ভালো হয়নি। ঢাকা টেস্টে দুই ইনিংসেই টপ অর্ডারের ব্যর্থতা। দুই ইনিংসে একইরকম কেন হবে?’
সুজন বলেন, ‘মূল তিন-চার জন বোলার ছিল না, এগুলো অজুহাতের মতো। যারা খেলেছে তারা কেন পারবে না? সমস্যাটা কোথায়, এটা বের করা গুরুত্বপূর্ণ। মানসিক জড়তা রয়ে গেছে এটা অস্বীকার করা যাবে না। ছেলেরা কতটুক স্বীকার করবে জানি না। কিন্তু ড্রেসিংরুমে মানসিক সমস্যার একটা বাধা রয়ে গেছে।’

 


আরো সংবাদ



premium cement
দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন সিরিয়ায় আইএস-এর হামলায় সরকার সমর্থক ২০ সেনা সদস্য নিহত ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু জনসমর্থনহীন সরকার জনগণের আওয়াজ নির্মমভাবে দমন করে : রিজভী সরিষাবাড়ীতে স্কুলছাত্র হত্যাকাণ্ডের বিচার দাবি উজিরপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১

সকল