২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

হ্যান্ডবলে প্রথমবারের মতো পঞ্চগড় রানার্স আপ

হ্যান্ডবলে প্রথমবারের মতো পঞ্চগড় রানার্স আপ -

১৯৮৩ সাল থেকে শুরু হওয়া মহিলা হ্যান্ডবলে এবারই প্রথমবারের মতো রানার্স আপ হয়েছে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা। বাহিনীগুলোর আধিপত্য হ্যান্ডবলে। জেলা থেকে আসা দলগুলোর কেউ চ্যাম্পিয়ন হতে পারেনি। ৩৩ আসরে আনসার সর্বোচ্চ ২১ বার, বিজেএমসি ১১ বার এবং সর্বপ্রথম ১৯৮৩ সালে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মহানগরী। জেলার মধ্যে ১৯৯১ সালের আগে পাঁচবার রানার্স আপ হয়েছে খুলনা জেলা, ২০০৮ সালে ঢাকা, ২০০৯ সালে ফরিদপুর, ২০২০ সালে নওগাঁ। বিজেএমসি বন্ধ হয়ে যাওয়ায় কপাল খুলেছে জেলাগুলোর।
৩৩তম জাতীয় মহিলা হ্যান্ডবলে গতকাল শিরোপা নির্ধারণী ম্যাচে আনসার ২৫-১৪ গোলে পঞ্চগড়কে হারিয়ে টানা পঞ্চমবার শিরোপা জিতে। পঞ্চগড়ের পক্ষে সর্বোচ্চ ১২টি গোল করেন সানজিদা আক্তার। টুর্নামেন্ট সেরা হন আনসারের আলপনা আক্তার। এর আগে স্থান নির্ধারণী ম্যাচে পুলিশ দল ৩২-২৫ গোলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে তৃতীয় হয়।
পঞ্চগড় জেলার কোচের দায়িত্বে ছিলেন জাতীয় দলের কোচ আমজাদ। তবে কৃতিত্ব নিতে চাইলেন না, ‘আমি তো মাত্র ৪ দিনে ৮ সেশন অনুশীলন করিয়েছি। তেঁতুলিয়া আগ থেকেই হ্যান্ডবলের সুতিকাগার। আনসারের বেশির ভাগ খেলোয়াড় এ জায়গার। সুুমি, রোকসানা, শ্যামলী, পারুল, ময়না, নাজিয়া, নিশি, পুলিশের রুবিনা সুনামের সাথেই হ্যান্ডবলের প্রতিনিধিত্ব করছেন। তেঁতুলিয়া উপজেলার চেয়ারম্যান কাজি মাহমুদুর রহমান ডাবলুর তত্ত্বাবধানে মহিলা কলেজের ক্রীড়া শিক্ষক সালাম স্যার নিয়মিতই হ্যান্ডবল চর্চা করান। আমি স্বইচ্ছায় সেখানে বেড়াতে গিয়ে কয়েকদিন দেখিয়ে দিয়েছি মাত্র।’

 


আরো সংবাদ



premium cement