১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

হেরাথের পাঠশালায় ৩২ স্পিনার

-

ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গী হবেন না বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথ। পারিবারিক কারণে ছুটি নিয়েছেন। ছুটিতে যাওয়ার আগে ঢাকায় স্পিনারদের নিয়ে চার দিনের ক্যাম্প পরিচালনা করবেন তিনি। আজ থেকে ১ জুন পর্যন্ত মিরপুর স্টেডিয়ামে চলবে এই ক্যাম্প।
ডাক পেয়েছেন জাতীয় দলের বাইরের ৩২ স্পিনার। অফ স্পিনার, লেগ স্পিনার, বাঁহাতি স্পিনার অর্থাৎ দেশের বর্তমান শীর্ষ স্পিনারদের এক ঝলক দেখার সুযোগও পাচ্ছেন হেরাথ। টাইগারদের স্পিন কোচ হওয়ার পর এই প্রথম জাতীয় দলের বাইরে স্পিনারদের নিয়ে কাজ করবেন তিনি।
ক্যাম্পে ডাক পেয়েছেন- রাকিবুল হাসান, তানভির ইসলাম, হাসান মুরাদ, নাজমুল হোসেন অপু, রাইহান, নাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, রনি চৌধুরী, সানজামুল ইসলাম, ইফতেখার সাজ্জাদ রনি, রাহাতুল ফেরদৌস, টিপু সুলতান, আল মামুন রাজু, মিনহাজুল আবেদীন আফ্রিদি, মেহেরাব অহিন, সাদাত হোসেন সবুজ, নাঈম হোসেন সাকিব, জুবায়ের হোসেন লিখন, আকাশ, অমিত মল্লিক, মুজাক্কিও, আবু হাসিম, আরিফুল জনি, এস কে অন্তর, রতন, মহিউল ইসলাম পাটোয়ারি, তুষার মিয়া, অনিক, এহতাশুম মাহমুদ, স্বাধীন ইসলাম ও রুবেল।


আরো সংবাদ



premium cement