১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

‘এই জয় স্বস্তির কারণ হতে পারে ’

-

৩৬৫ রান টেস্টের প্রথম ইনিংসে আহামরি কিছু নয়। তবে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নিজেদের লড়াইয়ে রাখার মতো স্কোরবোর্ডে জমা করেছে বাংলাদেশ। কিন্তু এই রান করার আগে শুরুত ২৪ রানে ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত এটাই গতকাল বিপদ ডেকে এনেছে। বাংলাদেশের টপ অর্ডারের নড়বড়ে অবস্থা দেখে ম্যাচের পরবর্তী অংশের পরিকল্পনা সাজায় শ্রীলঙ্কা। তাতেই ম্যাচ জিতে ১০ উইকেটে। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কার মানুষের জন্য এই জয় স্বস্তির কারণ হতে পারে বলে মনে করেন ডিকভেলা, আমরা কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই জয় মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করি।
পরিকল্পনা নিয়ে ম্যাচ শেষে ডিকভেলা জানান, প্রথম ইনিংসে তাদের টপ অর্ডারকে ধুঁকতে দেখেছি। আমরা শুরুতে লাইন এবং লেংথ ঠিক রেখে বল করার চেষ্টা করেছি। আসিতার গতি আর শর্ট বলের দক্ষতা যে তাদের ভোগাবে, সেটা আমরা জানতাম। আমরা মাঠটা বড় করতে চেয়েছি। সহজ কোনো রান দিতে চাইনি। এরপর যখন সুযোগ এসেছে, আক্রমণ করার কথা ভেবেছি।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ধসে পড়ে বাংলাদেশের টপঅর্ডার। প্রথম ৪ উইকেট হারিয়েছে তারা ২৩ রানে।

 


আরো সংবাদ



premium cement