২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সমালোচনা আর ভাবায় না লিটনকে

-

ব্যাট হাতে দুরন্ত ছন্দে থাকা লিটন দাসকে সমালোচনা আর ভাবায় না। কারণ তিনি বুঝে গেছেন তার কাছে ভক্তদের চাওয়া অনেক বেশি। উইকেটরক্ষক কাম ব্যাটার ব্যর্থতা থেকেই সফলতার রসদ খুঁজে নিতে শিখেছেন। তার সব মনোযোগ এখন নিয়মিত অনুশীলন এবং সেখানে যে পদ্ধতি অনুসরণ করে উন্নতির সিঁড়িতে চড়েছেন, সেসবের দিকে।
১০ ওভার বাকি থাকতে দিনের খেলার ইতির পর সংবাদ সম্মেলনে লিটন জানান, ‘সমালোচনা- এই জিনিসটা হবে। আমার যেহেতু জীবনটা ক্রিকেটের সাথে যুক্ত হয়ে গেছে, ভালো খেললে বাহবা দেবেন। খারাপ খেললে বিপরীতটা দেবেন। কারণ তারা চায় আমি পারফর্ম করি। এই জিনিসটা এখন আর আমাকে ভাবায় না।’
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে খুব বেশি সময় ক্রিজে থাকা হয়নি লিটনের। আগের দিনের ১৩৫ রানের সাথে আর মাত্র ৬ রান যোগ করে লঙ্কান পেসার কাসুন রাজিথার বলে আউট হন। চলতি বছর টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দুইয়ে আছেন লিটন। চলতি বছর ৯ ইনিংসে ৫৬.২২ গড়ে করেছেন ৫০৬ রান। দু’টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি রয়েছে। ৫ টেস্টে ৭৫১ রান নিয়ে তার উপরে আছেন কেবল অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা। সবশেষ ১২ মাসে ৯ টেস্টে ১৪ ইনিংস ব্যাট করে ৫৬.৮৫ গড়ে ৮২৫ রান করেছেন। এই সময়ে তারচেয়ে বেশি রান কেবল রুটের। তবে ১২৭২ রান করা ইংল্যান্ডের ব্যাটসম্যান লিটনের চেয়ে ১৩ ইনিংস বেশি ব্যাট করেছেন। ১৪ টেস্টে ২৭ ইনিংসে ৫২.৭১ গড়ে ১২৭২ করেন রুট।
ক্যারিয়ারের প্রথম ২৫ টেস্টে অধরা ছিল সেঞ্চুরি। এরপর গত ছয় মাসে নিজের সবশেষ ৮ ম্যাচে পেয়েছেন তিনটি সেঞ্চুরি। আত্মনিবেদন, পরিশ্রম ও নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণকে কৃতিত্ব দেন লিটন, ‘আমি চেষ্টা করি, আমি কতখানি মনযোগী, অনুশীলনের পদ্ধতিটা আমি নিয়মিত অনুসরণ করছি কি না। না করলে নিজের কাছে দোষী হবো।’


আরো সংবাদ



premium cement
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত

সকল