২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ইউরোপা লিগে বেটিস রোমা

-

আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে রিয়াল বেটিস ও এসএ রোমা। স্প্যানিশ লা লিগা শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিগের শেষ ম্যাচে গোলশূন্য ড্রয়ে বেটিসের পয়েন্ট ৬৫। টেবিলের পাঁচে থেকে ইউরোপা লিগ নিশ্চিত হলো ক্লাবটির। ৩৭ ম্যাচে ৬২ পয়েন্ট পাওয়া রিয়াল সোসিয়েদাদও আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলা নিশ্চিত হয়েছে। একইভাবে ইতালিয়ান লিগ সিরি-আ’তে নিজেদের শেষ ম্যাচে তুরিনোকে ৩-০ গোলে হারিয়েছে রোমা। ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৬-এ থেকে মৌসুম শেষ করেছে ক্লাবটি। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্টে পাঁচের দল এসএস লাজিও আগেই ইউরোপা লিগের টিকিট পেয়েছে। রোমা আগামী বুধবার রাতে ইউরোপা কনফারেন্স লিগের ট্রফির লড়াইয়ে মুখোমুখি হবে ফেইনুর্ডের। এটিই কোচ হোসে মরিনহোর জন্য মৌসুমে শিরোপা জেতার শেষ সুযোগ। পরশু রাতে প্রতিপক্ষের মাঠে রোমার জোড়া গোল করেন ইংলিশ স্ট্রাইকার টমি আব্রাহাম।
ইতালিয়ান লিগে যেকোনো ইংলিশ খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ ১৭ গোল আব্রাহামের।


আরো সংবাদ



premium cement