২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ইংলিশ-ইতালি লিগ শিরোপা নির্ধারণ আজ

-

ইউরোপীয় অঞ্চলের জনপ্রিয় পাঁচটি লিগের তিনটির লিগ শিরোপা আগেই মীমাংসা হয়ে গেছে। আজ রাতে নির্ধারণ হবে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইতালিয়ান লিগ সিরি-আ’ শিরোপা। ইংলিশ লিগে ৩৭ ম্যাচে ৯০ পয়েন্ট পেয়ে ট্রফি জয়ের পথে এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। লিগ সেরা হওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ লিভারপুল। সমান ম্যাচে তাদের পয়েন্ট ৮৯। সিরি-আ’তে শীর্ষের ক্লাব এসি মিলান ৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট পেয়ে শিরোপার দৌড়ে এগিয়ে। দুই পয়েন্ট কম নিয়ে টেবিলের দুইয়ে থাকা ইন্টার মিলানও আশা দেখছে লিগ বিজয়ী হওয়ার।
বাংলাদেশ সময় রাত ৯টায় ইতিহাদে পেপ গার্দিওলার দল খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে, আলফিল্ডে ইয়ুর্গেন ক্লপ বাহিনী আতিথিয়েতা দেবে উলভসকে। ইংলিশ লিগ চ্যাম্পিয়ন হতে এই ম্যাচে লিভারপুলের জয়ের বিকল্প নেই। ভিন্ন ফল হলেই শিরোপা নিশ্চিত হবে শীর্ষের ক্লাবটির। আর ভিলার বিপক্ষে ম্যানসিটি জয় পেলে লিভারপুলের শিরোপা জেতার কোনো সুযোগই নেই। শিরোপা নির্ধারণী ম্যাচে নামার দু’দিন আগে গার্দিওলা সুসংবাদ পান। ইনজুরিতে পড়া তিন ডিফেন্ডার ফিট হয়ে লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে। তারা হলেন, জন স্টোনস, রুবেন দিয়াস ও কাইল ওয়াকার। বিপরীতে ক্লপ লিগের শেষ ম্যাচে মিসরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহকে খেলানোর ঝুঁকি নিতে চাচ্ছেন না। কারণ ২৮ মে রাতে চ্যাম্পিয়ন লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনাল খেলতে লিভারপুল যাবে ফ্রান্সে। সালাহ এফএ কাপের ফাইনালে চেলসির বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন। পরশু সালাহর অনুশীলনের ছবি লিভারপুলের টুইটার অ্যাকান্টে পোস্ট দেয়া হয়েছে। তবে উলভসের বিপক্ষের ম্যাচে তাকে খেলানোর চিন্তা নেই ক্লপের। এ কথা আগেই জানিয়ে দিয়েছেন অল রেডদের বস। নিজেদের শেষ ম্যাচে টেবিলের ৮-এ থাকা উলভস ও ১৪-এর ক্লাব অ্যাস্টন ভিলার তেমন কোনো লাভ-ক্ষতি নেই প্রতিপক্ষের সাথে জয়-পরাজয়ে।
সিরি-আ’তে রাত ১০টায় শীর্ষের ক্লাব এসি মিলান প্রতিপক্ষের মাঠে নামবে সাসউলোর বিপক্ষে, ইন্টার মিলান ঘরের মাঠে খেলবে সাম্পদরিয়ার সাথে। লিগ চ্যাম্পিয়ন হতে ইন্টারের সামনে জয়ের বিকল্প নেই। কিন্তু সিমোন ইনজাঘির দল জয় পেলেও শিরোপা পাবে না, যদি নিজেদের ম্যাচে স্টেফানো পিওলির ক্লাবটি জিতে জায়। ইংলিশ লিগের মতোই সিরি-আ’তেও টেবিলের এক ও দুইয়ের ক্লাব দু’টির বিপক্ষে শেষ ম্যাচে মুখোমুখি হওয়া অপর দল দু’টির হার-জিতে অবস্থানের তেমন কোনো পরিবর্তন হবে না। ৩৭ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে সাসউলো ১০, সমান ম্যাচে ৩৬ পয়েন্ট পেয়ে সাম্পদরিয়া আছে টেবিলের ১৫ নম্বরে।


আরো সংবাদ



premium cement