২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

আত্মবিশ্বাসটা জরুরি ছিল : সিডন্স

পরস্পরকে অভিনন্দন দুই ফিফটি করা ব্যাটার লিটন দাস ও মুশফিকের। আজো তাদের ব্যাটিংয়ের দিকে তাকিয়ে বাংলাদেশ : নয়া দিগন্ত -

প্রথম টেস্টের প্রথম ইনিংসে এখন অবধি ৩ উইকেটে ৩১৮ রান করেছে বাংলাদেশ। তামিম ইকবাল সেঞ্চুরি পেয়েছেন, হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন আরো তিন ব্যাটার। দলের ব্যাটারদের জন্য এই আত্মবিশ্বাসটা জরুরি ছিল বলেই মনে করেন ব্যাটিং কোচ জেমি সিডন্স, ‘তামিম-জয় দু’জনই দ্বিতীয় দিনে যে ভালোর শুরুটা করেছিল সেটি তৃতীয় দিনে পূর্ণতা পেয়েছে। তামিমের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। তবে আরো রান করবে কোনো সন্দেহ নেই। সব মিলিয়ে বলতে হয় আজ (গতকাল) যা হয়েছে এটাই আমরা চেয়েছিলাম।’
তিনি যোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকায় ৫৩ ও ৮০ রানে আউট হওয়ার পর আমাদের আত্মবিশ্বাস ফেরানোটা জরুরি ছিল। আমাদের খুব বেশি কিছু নিয়ে কাজ করতে হয়নি। ছোট ছোট জায়গা নিয়ে কথা বলেছি। তবে যেটা সবচেয়ে জরুরি ছিল যে টেস্টের শৃঙ্খলাটা ফেরানো; তা ব্যাটিং-বোলিং যাই হোক না কেন। সবাই এই টেস্টে এই শৃঙ্খলাটা দারুণ দেখাচ্ছে।’
এখন বড় রানের স্বপ্নই দেখছে বাংলাদেশ। সেটি স্পষ্ট সিডন্সের কথায়ও, ‘এখনো লিটন আছে, সে দ্রুত ব্যাট করতে পারে। এ ছাড়া সাকিবও আছে। আমরা জানি সে কী করতে পারে। তামিমও হয়তো কাল (আজ) নামবে। আমরা অবশ্যই ভালো কিছুর আশায় আছি।’


আরো সংবাদ



premium cement