১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ক্যাম্পে ঢুকতে দেয়া হয়নি জীবনকে

-

লম্বা সময় ইনজুরিতে থাকার পর মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে দুই ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ দলে ফের ডাক পান নাবিব নেওয়াজ জীবন। কিন্তু এবার বিলম্বে ক্যাম্পে রিপোর্ট করতে আসায় গতকাল তাকে ক্যাম্পে ঢুকতে দেয়া হয়নি। কোচ হাভিয়ার কাররেরা তাকে বিদায় করে দেন। সে সাথে তার বিকল্পও নিয়ে নিয়েছেন এই স্প্যানিশ কোচ। সাইফ স্পোর্টিং ক্লাবের সাজ্জাদ হোসেনকে নেয়া হয়েছে দলে। এ দিকে ইনজুরির জন্য ক্যাম্পেই উঠেননি গোলরক্ষক শহীদুল আলম সোহেল। তার বিকল্প জিকো, রানা, নাঈম এবং মিতুল মারমা থাকায় নতুন করে কোনো গোলরক্ষক নেয়া হচ্ছে না। গত পরশু সন্ধ্যায় হোটেল রেডিসন ব্লুতে ছিল জাতীয় দলের ফুটবলারদের রিপোর্টিং। কিন্তু জীবন ক্যাম্পে আসেন গতকাল দুপুরে। যেখানে বিকেলে অনুশীলন ছিল বসুন্ধরা কিংস এরিনাতে। অতীতেও বহু ফুটবলার এভাবে ক্যাম্পে দেরিতে এসেছিলেন। কিন্তু কাবরেরার কাছে এই ধরনের বিলম্ব মোটেই পছন্দের হয়নি। তাই জীবনকে ক্যাম্পে উঠতে দেননি। জাতীয় দল সূত্রে জানা গেছে, জীবন জানিয়েছেন তাকে কেউ বলেনি কবে থেকে রিপোর্টিং। এটা গ্রহণযোগ্য হয়নি কোচের কাছে।


আরো সংবাদ



premium cement