২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ব্রাজিল-ইকুয়েডর ম্যাচ যেন রেসলিং!

-

বিশ্বকাপ বাছাইপর্বে নেইমারকে ছাড়াই গতকাল প্রতিপক্ষ ইকুয়েডরের মুখোমুখি হয় ব্রাজিল। ১-১ গোলে ড্রয়ে শেষ হওয়া ম্যাচটি দুই দলের খেলোয়াড়দের অতিরিক্ত ফাউলের কারণে পরিণত হয়েছে রেসলিংয়ে। লাল কার্ড পেয়েছেন ইকুয়েডরের গোলরক্ষক দমিঙ্গেজ ও ব্রাজিলের এমারসন।
ম্যাচের ২৬ মিনিটে বল দখলের সময় ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়ার মুখে পা তুলে দেন ব্রাজিলের গোলকিপার আলিসন বেকার। রেফারি উইলমার রোলদান প্রথমে লাল কার্ড দেখালেও পরে ভিএরআর দেখে দেন হলুদ কার্ড। যোগ করা পঞ্চম মিনিটে আরেক ঘটনার জন্ম দেন আলিসন। বলে পাঞ্চ করতে গিয়ে ইকুয়েডরের মিডফিল্ডার এরতন প্রেসিয়াদোর মুখে ঘুষি দেন ব্রাজিলের কিপার। রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখালেও ভিএআরের সহায়তায় আবারো রক্ষা পান লিভারপুলের গোলকিপার। ৫৫ মিনিটে রেফারি ইকুয়েডরকে পেনাল্টি দিলেও পরে ভিএআরে সিদ্ধান্ত বদল। ম্যাচে দুই দল মিলে ফাউল করেছে ৩২ বার। ব্রাজিলের তিনজন ও ইকুয়েডরের দু’জন হলুদ কার্ড দেখেন। ছয় মিনিটে কাসেমিরোর গোলে ব্রাজিল এগিয়ে যায়। ইকুয়েডর ৭৫ মিনিটে সমতা আনে তোরেসের গোলে।

 


আরো সংবাদ



premium cement