১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

নাজমুলের স্পিনে কুপোকাত মিনিস্টাররা

উইকেট নেয়ার আনন্দে নাজমুল ইসলাম অপু : নয়া দিগন্ত -

বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর বোলিং নৈপুণ্যে বিপিএল অষ্টম আসরে প্রথম জয়ের দেখা পেল সিলেট সানরাইজার্স। নিজেদের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হারিয়েছে মাহমুদুল্লাহ-মাশরাফি-তামিমের মিনিস্টার গ্রুপ ঢাকাকে। প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ২ উইকেটে হেরেছিল সিলেট। আর নিজেদের চতুর্থ ম্যাচে তৃতীয় হারের স্বাদ পেলো ঢাকা। প্রথমে ব্যাট করে ১৮.৪ ওভারে ১০০ রানে গুটিয়ে যায় মিনিস্টিাররা। সিলেটের নাজমুল ১৮ রানে ৪ উইকেট নেন। জবাবে ১৮ বল বাকি রেখে জয় নিশ্চিত করে সিলেট।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন সিলেট সানরাইজার্সের অধিনায়ক মোসাদ্দেক হোসেন। ৯ রানের মধ্যে ঢাকার দুই ওপেনার তামিম ইকবাল (৩) ও আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদের (৫) বিদায় করেন সিলেটের দুই স্পিনার সোহাগ গাজী ও মোসাদ্দেক হোসেন। ষষ্ঠ ওভারে চারে নামা জহিরুল (৪) ফিরলে ১৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা।
অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ চতুর্থ উইকেটে নাইমের সাথে বড় জুটি গড়ার পথে ছিলেন। কিন্তু ১৩তম ওভারে জোড়া আঘাত হানেন বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম। প্রথম বলে নাইম (১৫) ও পঞ্চম ডেলিভারিতে ওয়েস্ট ইন্ডিজের হার্ড-হিটার আন্দ্রে রাসেলকে (০) আউট করেন। নিজের তৃতীয় ওভারে মাহমুদুল্লাহকে ৩৩ রানে ফেরান। ৬৬ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ঢাকা। দীর্ঘ ১৩ মাস পর খেলতে নামা মাশরাফিকে নিয়ে মারমুখী হয়ে উঠেন শুভাগত হোম। নিজের শেষ ওভারে শুভাগতকেও (২১) তুলে নেন নাজমুল। ইনিংসে ৪ ওভারে ১৮ রানে ৪ উইকেট নেন নাজমুল। টি-২০তে এটিই তার সেরা বোলিং ফিগার।
মাশরাফিকে ২ রানে থামান সিলেটের পেসার তাসকিন আহমেদ। কিন্তু শেষ দিকে ৬ বলে ১টি করে চার-ছক্কায় ঢাকার স্কোর ১০০তে নিয়ে যান পেসার রুবেল হোসেন। রুবেল যখন সাজঘরে ফিরেন তখন ঢাকার স্কোর কাটায় কাটায় ১০০। নাজমুল ৪টি, তাসকিন ৩টি ও সোহাগ গাজী ২ উইকেট নেন।
স্বল্প লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২১ রানে সিলেটের উদ্বোধনী জুটি ভাঙ্গেন মাশরাফি। মাশরাফি দ্বিতীয় ওভারের পঞ্চম বলে মিড-অনে রুবেলকে ক্যাচ দেন সিমন্স (১৬)। মিঠুনকে নিয়ে এনামুল ৩৮ রান যোগ করেন। ১৭ রানে মিঠুনকে ফেরান মুরাদ। দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রামকে নিয়ে সিলেটকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান এনামুল। জয় থেকে ২ রান দূরে থাকতে মাশরাফির দ্বিতীয় শিকার হন এনামুল (৪৫)। শেষ পর্যন্ত ১৮ বল বাকি রেখে সিলেটকে জয় এনে দেন ইনগ্রাম ও ইংল্যান্ডের রবি বোপারা। মাশরাফি ২টি, হাসান ১ উইকেট নেন।


আরো সংবাদ



premium cement