২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সাকিব ছাড়াই অনুশীলনে বরিশাল

-

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অ্যাকাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে আসরের ছয়টি দল। সব দলই নিজেদের স্থানীয় খেলোয়াড়দের নিয়ে অনুশীলন শুরু করেছে। তবে প্রথম দিন ফরচুন বরিশালের অনুশীলনের চিত্রটা ছিল ভিন্ন। কারণ অনুশীলনে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি সূত্র মতে, আজ থেকে সাকিব দলের সাথে যোগ দেবেন।
অনুশীলনে সাকিব না এলেও চিন্তিত নন বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজন। সাকিব দ্রুতই দলের সাথে মানিয়ে নিতে পারবে বলে বিশ্বাস কোচের। তার মতে, সাকিবের মতো ক্রিকেটার দলে থাকলে সেই দলে কাজ করা সহজ। ভিডিও বার্তায় মাহমুদ বলেন, ‘সাকিব আল হাসান আছে এমন দলের হয়ে কাজ করা সবসময়ই সহজ। সাকিব এবং আমি ঢাকায় (ঢাকা ডায়নামাইটস) চার বছর কাজ করেছি। তাই সাকিবের সাথে আমার রসায়ন সব সময়ই ভালো।’
এ ছাড়া দল নিয়ে বেশ খুশি মাহমুদ। তিনি বলেন, ‘আসলে টি-২০ ফরম্যাট এমন একটি খেলা, সেখানে তারাই জিতবে, যারা নির্দিষ্ট দিনে ভালো খেলবে। তবে আমাদের সম্ভাবনা নিয়ে আমরা আশাবাদী।’
বিপিএলে নিজ নিজ ক্লাবে যোগ দেয়ার উদ্দেশে ঢাকায় আসতে শুরু করেছেন বিদেশী ক্রিকেটাররা। পাঁচ বিদেশীর আগমনের সূচি প্রকাশ করেছে ফরচুন বরিশাল। ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ঢাকায় আসবেন আজ। একই দিন ঢাকায় পা রাখবেন ইংলিশ তারকা জ্যাক লিনটোট। ইউনিভার্স বস ক্রিস গেইল ২২ জানুয়ারি পৌঁছানোর কথা। সতীর্থ পেসার আলজারি জোসেফ ঢাকায় আসবেন বুধবার। বরিশালের পঞ্চম বিদেশী হিসেবে ২৬ জানুয়ারি ঢাকা পৌঁছাবেন বিশ্বসেরা স্পিনারদের তালিকায় থাকা আফগান স্পিনার মুজিব উর রহমান।
গত শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ পল নিক্সন ঢাকায় আসার পর গতকাল প্রথম বিদেশী খেলোয়াড় হিসেবে পৌঁছেছেন ইংলিশ ব্যাটার উইল জ্যাকস। ২৩ বছর বয়সী উইল জ্যাকস ৬৪টি-২০ ম্যাচে ১৫৫ স্ট্রাইক রেটে ১২৯৯ রান করেছেন। হাত ঘুরিয়ে উইকেট পেয়েছেন ১৮টি, ইকোনমি রেট ৭.১৭। ঢাকায় পা রেখে এক ভিডিও বার্তায় জ্যাকস বলেন, ‘চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ধন্যবাদ। প্রথমবারের মতো অনেক বড় তারকা ক্রিকেটারদের সাথে খেলব। চেষ্টা থাকবে নিজের সেরাটা দেয়ার। এই দলে যারা দীর্ঘ দিন ধরে জাতীয় দলকে সার্ভিস দিচ্ছেন, তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারব।’
সিলেট সানরাইজার্সের হয়ে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের হার্ড-হিটার ব্যাটার ও উইকেটরক্ষক নিকোলাস পুরান। এ ছাড়া আরো দুই ক্যারিবিয়ান লেন্ডল সিমন্স ও ডেভন থমাসকে দলে ভিড়িয়েছে সিলেট। বিদেশী ক্রিকেটারদের মধ্যে আরো আছেন ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস, শ্রীলঙ্কার দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো পেরেরা, ইংল্যান্ডের রবি বোপারা, দক্ষিণ আফ্রিকার আলেক্সান্ডার ও পাকিস্তানের সিরাজ আহমেদ। দেশী ক্রিকেটারদের মধ্যে সিলেট দলে আছেন মোসাদ্দেক, তাসকিন, মিঠুন, বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, মুক্তার আলী, মিজানুর, নাদিফ ও লিখন।


আরো সংবাদ



premium cement
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত বগুড়ায় ধানের জমিতে পানি সেচ দেয়া নিয়ে খুন জিআই স্বীকৃতির সাথে গুণগত মানের দিকেও নজর দিতে হবে : শিল্পমন্ত্রী অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ সখীপুরে সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী : মির্জা আব্বাস

সকল